বাংলাহান্ট ডেস্ক : বলিউডে এমন তারকা রয়েছেন যারা জনপ্রিয়তার শিখর ছুঁয়েও সরে গিয়েছেন ইন্ডাস্ট্রি থেকে। এক সময় নিজেদের কাজ দিয়ে যথেষ্ট খ্যাতি পেলেও পরবর্তীতে স্বেচ্ছায় ছেড়ে দিয়েছেন এই ইন্ডাস্ট্রি। এমনি একজন মানুষ হলেন মনসুর খান। সম্পর্কে তিনি আমির খানের (Aamir Khan) তুতো ভাই। বলিউড তাঁকে চেনে ‘কেয়ামত সে কেয়ামত তক’, ‘যো জিতা ওহি সিকন্দর’ ছবির পরিচালক হিসেবে। দুই ছবিতেই সাফল্য পেয়েছেন তিনি। কিন্তু তা সত্ত্বেও সমস্ত খ্যাতি পেছনে ফেলে তিনি বেরিয়ে গিয়েছেন বলিউড ছেড়ে।
বলিউড ছেড়েছেন আমিরের (Aamir Khan) ভাই
মনসুর পরিচালিত দুটি ছবিতেই নায়কের চরিত্রে দেখা গিয়েছে আমিরকে (Aamir Khan)। কিন্তু এখন আর পুরনো জীবন, ছবি নিয়ে কথা বলতে চান না তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে মনসুর বলেন, নিজেকে কখনোই তিনি সিনেমা নির্মাতা বা সিনেমা ভক্ত হিসেবে ভাবেননি। কিন্তু যেহেতু বেশিরভাগ মানুষ তাঁকে একজন সফল সিনেমা নির্মাতা হিসেবে চেনে তাই তারা অবাক হয়ে যায় এটা ভেবে যে, তিনি কীভাবে সব খ্যাতি এবং অর্থ ছেড়ে চলে এলেন।
বর্তমানে কোথায় থাকেন তিনি: তবে আমিরের (Aamir Khan) ভাই জানান, তার অনেক আগেই মার্কিন যুক্তরাষ্ট্রে থাকার সময়েই তিনি উপলব্ধি করেছিলেন যে তিনি মুম্বইতে থাকতে পারবেন না। অনেকদিন আগে থেকেই এটা পরিকল্পনা করে রেখেছিলেন মনসুর। শুধু ভাবনা ছিল যে কবে বেরোতে পারবেন মুম্বই থেকে। বর্তমানে কুনুরে একটি ফার্ম খুলেছেন তিনি। শহর থেকে দূরে দিব্যি আছেন তিনি।
আরো পড়ুন : পাক নৌসেনার শক্তি বাড়াচ্ছে “ধূর্ত” চিন, জবাব দিতে তৈরি ভারতও, কড়া হুঁশিয়ারি নৌবাহিনী চিফ ত্রিপাঠীর
মুম্বইতে থাকতে চাননি মনসুর: মনসুর বলেন, তাঁর ফার্মে আসা অনেকে তাঁকে প্রশ্ন করেন, কোনো আধুনিক চিকিৎসা ব্যবস্থা ছাড়া এখানে তিনি রয়েছেন কীভাবে। উত্তরে তিনি তাদের বলেন, শহরে থাকতে পারতেন না তিনি। এটাই তাঁর কাছে স্বর্গ। তবে তাঁর কাছে ইন্ডাস্ট্রি ছেড়ে আসাটা কঠিন না হলেও তাঁর স্ত্রীর কাছে যথেষ্ট কঠিন ছিল বলেই জানান তিনি। কারণ তখন সবেমাত্র আমিরের (Aamir Khan) প্রথম স্ত্রী রীনার সঙ্গে একটি বেকারির ব্যবসা খুলেছিলেন মনসুর পত্নি টিনা।
আরো পড়ুন : জাল নোটের বাড়বাড়ন্ত রুখতে শেষ ভরসা প্লাস্টিক! অর্থনীতিকে চাঙ্গা করতে নয়া উপায় “ধুরন্ধর” পাকিস্তানের
এমতাবস্থায় মুম্বই ছেড়ে চলে আসাটা যথেষ্ট কঠিন ছিল তাঁর কাছে। তবে মনসুর তাঁকে বোঝাতে তিনি রাজি হন। কুনুরে দুজনে মিলে ছিমছাম এক চিজ তৈরির ফার্ম খুলেছেন তাঁরা। শহুরে কোলাহল থেকে দূরে ঝঞ্ঝাটহীন জীবনযাপন করছেন আমিরের ভাই।