দিনের পর দিন ঠকিয়ে গিয়েছেন, আমিরের বিশ্বাসঘাতকতার জন‍্য কোনোদিন একসঙ্গে কাজ করেননি কঙ্গনা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: মিস্টার পারফেকশনিস্ট হওয়ার পাশাপাশি কাঠখোট্টা ধরণের মানুষ আমির খান (Aamir Khan)। কাজের জায়গায় অত‍্যন্ত পেশাদার তিনি। সেখানে আবেগ, অনুভূতির কোনো জায়গা নেই তাঁর কাছে। তাঁর কোনো কাজ বা কথায় অন‍্য কারোর খারাপ লাগলেও কিছুই যায় আসে না আমিরের। নিজের কাজটা একদম নিখুঁত ভাবে, নিজের মর্জি মতো হওয়া চাই তাঁর। আমিরের এই স্বার্থপর আর দুমুখো স্বভাবের জন‍্য কষ্ট পেয়েছিলেন কঙ্গনা রানাওয়াতও (Kangana Ranaut)।

আজকের কঙ্গনা অত‍্যন্ত ঠোঁটকাটা, স্পষ্টবাদী মানুষ। বলিউডে তাঁর বন্ধু নেই বললেই চলে। কিন্তু তিনি যখন এই ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন তখনকার কঙ্গনা অন‍্য রকম ছিল। বলিউডের ধরণ ধারণ বুঝতেন না তিনি। প্রথম সারির অভিনেতাদের সঙ্গে কাজ করার জন‍্য মুখিয়ে থাকতেন। কিন্তু কঙ্গনা বোঝেননি যে এই ইন্ডাস্ট্রি আসলে মুখোশ এঁটে থাকে। ঠেকে শিখেছিলেন অভিনেত্রী।


আমিরের ‘গজনি’ ছবিতে নায়িকা হয়েছিলেন আসিন। কিন্তু অনেকেই জানেন না যে এই ছবির জন‍্য আমির তথা নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন কঙ্গনা। নিজের প্রতিটি ছবিতে সব বিষয়েই নজরদারি করা স্বভাব আমিরের। কোনো কিছুই তাঁর অনুমতি ছাড়া চূড়ান্ত হয় না।

কঙ্গনা আরো একটি কথা জানতেন না। সেটা হল নিজের যেকোনো ছবির ব‍্যাপারে কোনো তথ‍্য আমিরের ইচ্ছা ছাড়া ফাঁস করা যায় না। যদি সেটা ফাঁস হয়ে যায় তাহলে নিজের মনমর্জি মতো যা কিছু করতে পারেন আমির। ভুক্তভোগী হয়েছিলেন কঙ্গনা।

গজনি ছবিতে তাঁর নায়িকা হওয়া নিয়ে যে কথাবার্তা চলছে তা কোনোভাবে ফাঁস হয়ে গিয়েছিল সংবাদ মাধ‍্যমে। তার কিছুদিন পরেই আবার খবর ছড়ায়, কঙ্গনা গজনি থেকে বেরিয়ে গিয়েছেন। স্বাভাবিক ভাবেই নবাগতা কঙ্গনা খবরটা দেখে জোর চমকে গিয়েছিলেন। কিন্তু আমিরের সঙ্গে যোগাযোগ করতে অভিনেতা তাঁকে বোঝান না যে নায়িকা কে হবে সেটা এখনো ঠিক করেননি তিনি।


আমিরের কথা বিশ্বাস করেছিলেন কঙ্গনা। তাঁর ভুল ভাঙে যখন ছবির শুটিং শুরু হওয়ার ঠিক আগে আগে আসিনকে আনা হয় নায়িকা হিসাবে। কঙ্গনাকে আরো বড় ধাক্কা দিয়ে আরেকটি মহিলা চরিত্রেও তাঁর বদলে নেওয়া হয় জিয়া খানকে।

রীতিমতো ভেঙে পড়েছিলেন কঙ্গনা। আমির তাঁকে কেন মিথ‍্যে বললেন সেটাই বুঝে উঠতে পারছিলেন না তিনি। তারপরে কঙ্গনা জানতে পারেন, তিনি গজনির নায়িকা হবেন সে খবর ফাঁস হয়ে যাওয়াতেই সিদ্ধান্ত বদলে নিয়েছিলেন অভিনেতা। আর দিনের পর দিন নাটক করে গিয়েছিলেন কঙ্গনার সঙ্গে। জানা যায়, আমিরের ওই বিশ্বাসঘাতকতার পর থেকেই আর কোনোদিন তাঁর সঙ্গে কাজ করেননি কঙ্গনা।

সম্পর্কিত খবর

X