অসমের বন‍্যায় ক্ষতিগ্রস্ত লক্ষাধিক বাসিন্দা, ত্রাণ তহবিলে অনুদান দিয়ে সাহায‍্য করলেন আমির খান

বাংলাহান্ট ডেস্ক: অসমের বন‍্যায় (Assam Flood) ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তায় এগিয়ে এলেন আমির খান (Aamir Khan)। বন‍্যাত্রাণে অনুদান দিয়ে দুর্গতদের পাশে দাঁড়ালেন তিনি। বলিউড অভিনেতার মানবিকতায় কৃতজ্ঞ অসমের মুখ‍্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনিই টুইট করে আমিরের অনুদান দেওয়ার কথা ঘোষনা করে ধন‍্যবাদ জানিয়েছেন।

২৫ লক্ষ টাকা অনুদান দিয়েছেন আমির। মুখ‍্যমন্ত্রীর ত্রাণ তহবিলে টাকাটা জমা করেছেন তিনি। টুইটে অসমের মুখ‍্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা লিখেছেন, ‘আমাদের রাজ‍্যের বন‍্যা দুর্গতদের জন‍্য সাহায‍্যের হাত বাড়িয়েছেন বলিউডের প্রখ‍্যাত অভিনেতা আমির খান। মুখ‍্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ লক্ষ টাকার অনুদান দিয়েছেন তিনি। তাঁর এই মানবিক উদ‍্যোগের জন‍্য কৃতজ্ঞতা জানাই।’

Aamir Khan Laal Singh Chaddha 1200by667
অসমের বন‍্যায় ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছে বলিউড ইন্ডাস্ট্রি। আমিরের আগেও একাধিক তারকা ত্রাণে সাহায‍্য করেছেন। এর মধ‍্যে রয়েছেন পরিচালক রোহিত শেট্টি এবং অভিনেতা অর্জুন কাপুর। দুজনেই ৫ লক্ষ টাকা করে জমা দিয়েছেন অসমের মুখ‍্যমন্ত্রীর ত্রাণ তহবিলে।

অসমে ভয়াবহ বন‍্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বহু মানুষের প্রাণ গিয়েছে। ঘর ভেসে গিয়েছে লক্ষাধিক মানুষের। ফসলি জমি পুরোপুরি জলের তলায়। লক্ষাধিক কুইন্টাল ফসল নষ্ট হয়েছে। অসম রাজ‍্য বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে জানানো হয়েছে, প্রায় ২ লাখেরও বেশি শরণার্থী আশ্রয় নিয়েছে ত্রাণ শিবিরে।

শনিবার থেকে বৃষ্টির দাপট কমলেও অনেক জায়গায় পরিস্থিতি এখনো বেশ খারাপ। ব্রহ্মপুত্রর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। বন‍্যা দুর্গতদের উদ্ধারের জন‍্য জাতীয় বিপর্যয় মোকাবিলা দল এবং রাজ‍্য বিপর্যয় মোকাবিলা দলকে।

আমিরের কথায় ফিরলে, তিনি আপাতত ‘লাল সিং চাড্ডা’ ছবির প্রচারে ব‍্যস্ত। ছবিতে আমির ছাড়াও রয়েছেন করিনা কাপুর খান, নাগা চৈতন‍্যতন‍্য এবং মোনা সিং। পরিচালনার দায়িত্বে রয়েছেন অদ্বৈত চন্দন। আগামী ১১ অগাস্ট মুক্তি পেতে চলেছে লাল সিং চাড্ডা।


Niranjana Nag

সম্পর্কিত খবর