বাংলাহান্ট ডেস্ক: বিশ্ব ফুটবলের (FIFA Worldcup) মহারণ চলছে। সবার চোখ কাতারের দিকে। ফুটবলপ্রেমীদের অনেকেই সশরীরে গিয়ে পৌঁছেছেন সে দেশে। বাকিরা টিভির পর্দাতেই চোখ রেখেছেন। সরাসরি মরুদেশে গিয়ে বিশ্বকাপ দেখার সৌভাগ্যবানদের মধ্যে রয়েছেন আমির খানও (Aamir Khan)। সম্প্রতি একটি ম্যাচের পর কাতারে প্রাক্তন স্ত্রী এবং ছেলের সঙ্গে লেন্সবন্দি হন অভিনেতা।
সাম্প্রতিক আর্জেন্টিনা বনাম মেক্সিকোর ম্যাচ দেখে বেরোনোর পর অনুরাগীদের ক্যামেরাবন্দি হন আমির। সঙ্গে ছিলেন প্রাক্তন স্ত্রী কিরণ রাও এবং ছোট ছেলে আজাদও। কাঁচাপাকা চুল দাড়িতে একেবারে ভিন্ন লুকে ধরা দেন আমির। সঙ্গে প্রতিটি ছবিতেই তাঁর মুখে লেগেছিল হাসি।
একটি ভিডিও ভাইরাল হয়েছে আমিরের, যেখানে স্টেডিয়ামের বাইরে কিরণ এবং আজাদের ছবি তুলে দিতে দেখা গিয়েছে তাঁকে। তারপরেই ওখানে উপস্থিত এক ব্যক্তির হাতে ক্যামেরা ধরিয়ে দিয়ে নিজেও স্ত্রী পুত্রের সঙ্গে পোজ দেন তিনি। আর্জেন্টিনা ভক্ত আজাদের কাঁধে সে দেশের পতাকাও জড়ানো ছিল।
New/ pic wow Gajab awesome so good best super star#AamirKhan😘😊 pic.twitter.com/2zS9gq6SBr
— Sudha Ajmera (@SudhaAjmera7) November 28, 2022
অনুরাগীদের শেয়ার করা প্রতিটি ছবিতেই আমিরের মুখে হাসি দেখা গিয়েছে। তাঁকে খোশ মেজাজে দেখে খুশি ভক্তরাও। লাল সিং চাড্ডা ফ্লপ হওয়ার পর আমিরের মুখ থেকে কার্যত হাসি উড়ে গিয়েছিল। মেয়ে ইরার বাগদানের পর আবার পুরনো আমিরকে ফিরে পেয়ে খুশি অনুরাগীরা সকলেই।
https://twitter.com/BEINGKKHALID/status/1597758422275194880?t=mHfSWDKf-LN__QsmKKVwsQ&s=19
আপাতত কিছু দিনের জন্য বিরতিতে রয়েছেন আমির। ছবির সঙ্গে যুক্ত থাকলেও নিজে অভিনয় করবেন না তিনি। সম্প্রতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আমির জানান, একটি বিরতি নিতে চলেছেন তিনি। তাঁর কথায়, একটা ছবিতে যখন তিনি অভিনয় করেন তখন তাঁর সমস্ত মন পড়ে থাকে সেদিকেই।
জীবনে অন্য কী চলছে না চলছে সেদিকে নজর দেওয়ার সুযোগই পান না তিনি। তাই তিনি ঠিক করেছেন এখন তিনি কিছু দিনের বিরতি নেবেন অভিনয় থেকে। সেই সময়টা দেবেন নিজের পরিবারকে। নিজের সন্তান, মায়ের সঙ্গে সময় কাটাবেন।