কেউ যদি আমার ছবি না দেখতে চায়… হাল ছেড়ে দিলেন আমির, বয়কটের ব‍্যাপারে করলেন বিষ্ফোরক মন্তব‍্য

বাংলাহান্ট ডেস্ক: রাত পোহালেই মুক্তি পাবে ‘লাল সিং চাড্ডা’। কিন্তু আমির খানের (Aamir Khan) মনে স্বস্তি নেই। ছবি মুক্তির মাত্র কয়েক ঘন্টা বাকি। কিন্তু নেটপাড়ায় বয়কটের ট্রেন্ড এখনো অব‍্যাহত। লাল সিং চাড্ডা হল থেকে তুলেই দম নেবেন বিক্ষোভকারীরা। আগেই হাত জোড় করে আর্জি জানিয়েছেন আমির, তাঁর ছবি যেন বয়কট না করা হয়। শুধু পায়ে ধরতে বাকি রেখেছেন তিনি।

এবার ট্রোল, নিন্দা নিয়ে মুখ খুললেন মিস্টার পারফেকশনিস্ট। তবে এখন আর তাঁকে এই তকমা দেওয়া যায় কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। আমিরের অবস্থা এখন তথৈবচ। ছবি বাঁচাতে এখন সবকিছু করতে রাজি তিনি। আগে মনমর্জি মতো কটাক্ষ ছুঁড়লেও এখন অন‍্য সুর আমিরের গলায়।

Aamir khan
ঠিক কী নিয়ে এত ক্ষোভ নেটিজেনদের? আসলে অনেক বছর আগে এক সাক্ষাৎকারে আমির বলেছিলেন, ভারত এমনিতে খুব সহিষ্ণু দেশ হলেও কিছু মানুষ আছেন যারা ইচ্ছাকৃত ভাবে ঘৃণা, হিংসা ছড়ান। শুধু তাই নয়, তিনি আরো বলেছিলেন, দেশের পরিস্থিতির জন‍্য স্ত্রী (এখন প্রাক্তন) কিরণ রাও নাকি সন্তানদের নিয়ে ভারত ছেড়ে চলে যেতে চান।

তাঁর এই মন্তব‍্য নিয়ে ব‍্যাপক সমালোচনা হয়েছিল তখন। লাল সিং চাড্ডার আগে নতুন করে ইস‍্যুগুলো টেনে তোলা হয়েছে। এর আগে আমির সাফাই দিয়েছিলেন, তিনি নিজের দেশকে ভালবাসেন। এবার এক সাংবাদিক সম্মেলনে আমির নতিস্বীকার করলেন, তাঁর অনুতাপ হচ্ছে।
অভিনেতা বলেন, “যদি আমি কোনোদিন কাউকে কোনো ভাবে আঘাত দিয়ে থাকি, তার জন‍্য আমি দুঃখিত। কেউ যদি ছবিটা দেখতে না চান, আমি তাদের অনুভূতিকে শ্রদ্ধা করি।”

এর আগেও ট্রোল নিয়ে, বয়কটের ডাক নিয়ে মুখ খুলেছিলেন আমির। তিনি বলেছিলেন, “আমার কষ্ট হয়। আমার খারাপ লাগে এটা ভেবে যে, যারা এই ধরনের কথা বলছে তারা মনে মনে ভাবে যে আমি ভারতকে ভালবাসি না। কিন্তু এটা তো সত‍্যি নয়। এটা সত‍্যিই দুর্ভাগ‍্যজনক যে কিছু মানুষের চিন্তাধারা এমন। দয়া করে আমার ছবি বয়কট করবেন না। আমার ছবি দেখুন।”

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর