‘লাল সিং চাড্ডা’র শুটিং চলাকালীন পাঁজরে গুরুতর আঘাত আমির খানের!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: অতি সম্প্রতি শেষ হয়েছে আমির (aamir khan) খান ও করিনা কাপুর খান (kareena kapoor khan) অভিনীত ‘লাল সিং চাড্ডা’র (laal singh chaddha) শুটিং। কিছুদিন আগেই শুটিং শেষের ঘোষনা করে আমির সহ টিমের সকলকে তাঁর অন্তঃসত্ত্বাকালীন অবস্থায় যত্ন করার জন‍্য ধন‍্যবাদ জানিয়েছিলেন বেবো।

এবার ছবির শুটিং শেষ হতেই প্রকাশ‍্যে এসেছে এক চাঞ্চল‍্যকর খবর। শুটিংয়ের মাঝেই আহত হয়েছেন আমির খান। শুটিং চলাকালীনই পাঁজরে গুরুতর আঘাত পান তিনি। সঙ্গে সঙ্গে শুরু হয় অসহ‍্য যন্ত্রণা। কিন্তু শুটিং বন্ধ করতে দেননি আমির। ওই অবস্থাতেই ব‍্যথা কমানোর ওষুধ খেয়ে শুটিং চালিয়ে যান।

সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, শুটিং চলাকালীন পাঁজরে গুরুতর আঘাত পান আমির খান। কিন্তু তার জন‍্য শুটিং বন্ধ করতে বারন করেন তিনি। ব‍্যথা কমানোর ওষুধ খেয়ে খেয়েই বাকি শুটিং শেষ করেন আমির। লকডাউনের পর দিল্লিতে ছবির শেষ দফার শুটিং হয়।

প্রসঙ্গত, আমির খানকে শেষবার দেখা গিয়েছিল ২০১৮ তে ‘ঠাগস অফ হিন্দোস্তান’ ছবিতে। আমির ছাড়াও এই ছবিতে ছিলেন ফতিমা সানা শেখ, অমিতাভ বচ্চন। এরপরই ‘লাল সিং চাড্ডা’ ছবিতে দেখা যাবে আমিরকে। তাঁর বিপরীতে রয়েছেন করিনা কাপুর খান।

https://www.instagram.com/p/CGWz6LtpqHY/?igshid=1l9ywc4d2jjmg

 

ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন অদ্বৈত চন্দন। আমির ও করিনা ছাড়াও ছবিতে দেখা যাবে মোনা সিং ও বিজয় সেতুপতিকে। আগে জানা গিয়েছিল চলতি বছরের বড়দিনে মুক্তি পাবে এই ছবি। তবে এবার করোনার কারনে ছবির আনুষ্ঠানিক মুক্তির তারিখ এখনো ঘোষনা হয়নি।

লাল সিং চাড্ডার শুটিং শেষ হওয়ার দিন আমির খানের সঙ্গে একটি ছবিও শেয়ার করেন বেবো। করোনা পরিস্থিতিতে তাঁর অন্তঃসত্ত্বা অবস্থার কথা মাথায় রেখে যেভাবে শুটিং হয়েছে তার জন‍্য তিনি ধন‍্যবাদ জানান গোটা টিমকে।

X