অভিনয় থেকে বিরতি চান আমির? কী জানালেন অভিনেতা?

আমির খান (Aamir Khan) শুধুমাত্র বলিউড সুপারস্টারই নন, তিনি মিস্টার পারফেকশনিস্টও বটে। একজন পারফেকশনিস্ট হিসেবে বিবেচিত আমির খান এখনও পর্যন্ত নিজের কেরিয়ারে অনেক ব্লকবাস্টার ছবিতেই কাজ করেছেন। আমির খান (Aamir Khan) একজন অত্যন্ত সফল অভিনেতা এবং দুর্দান্ত চলচ্চিত্রও নির্মাতাও বটে। এবার বলিউড থেকে অবসর নেওয়ার কথায় এক বড় ইঙ্গিত দিয়েছেন এই অভিনেতা। যা শুনে হতাশাগ্রস্থ হয়েছে তাঁর ফ্যানরা।

আসলে, সুপারস্টার আমির খান এবং তাঁর প্রাক্তন স্ত্রী চলচ্চিত্র নির্মাতা কিরণ রাও সম্প্রতি তাঁদের ছবি ‘লাপাতা লেডিস’-এর বিশেষ স্ক্রিনিংয়ের জন্য সুপ্রিম কোর্টে পৌঁছেছিলেন। এ সময় তিনি ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের সঙ্গেও কথা বলেন। শুক্রবার আয়োজিত স্ক্রিনিংয়ে শীর্ষ আদালতের অনেক বিচারপতিই উপস্থিত ছিলেন। কথোপকথনের সময়, আমির প্রকাশ করেছিলেন যে এই ছবিটি তৈরি করার ইচ্ছা অনেকদিনের।

Aamir Khan

আমির (Aamir Khan) প্রকাশ করেছিলেন যে এই ছবিটি তৈরি করার ইচ্ছা অনেকদিনের

তাঁর কেরিয়ার সম্পর্কে কথা বলতে গিয়ে, অভিনেতা বলেন, ‘কোভিডের সময়, ৫৬ বছর বয়সে, আমি বুঝতে পেরেছিলাম যে এটি আমার কেরিয়ারের শেষ পর্যায়। আমার আরও ১৫ বছর সক্রিয় কাজ বাকি থাকবে, এবং আমি তা ফেরত দিতে চেয়েছিলাম। শিল্প, সমাজ ও দেশ আমাকে অনেক দিয়েছে। আমি ভেবেছিলাম অভিনেতা হিসেবে আমি বছরে একটি ছবি করতে পারব, কিন্তু একজন প্রযোজক হিসেবে আমি অনেক গল্পই ব্যক্ত করতে পারি।’

আমির বলেন, ‘প্রযোজনার মাধ্যমে আমি নতুন লেখক, পরিচালক এবং এই প্রক্রিয়ার সাথে জড়িত সবাইকে একটি প্ল্যাটফর্ম দিতে পারি। এই ছবি হল সেই দিকের আমার প্রথম পদক্ষেপ। আশা করি বছরে চার থেকে পাঁচটি ছবি করব যাতে আমরা এই ধরনের আরও গল্প দেখতে পারি।’ সরাসরি ওটিটি প্ল্যাটফর্মে ছবিটি মুক্তি দেওয়ার পরামর্শ সত্ত্বেও, তিনি এটিকে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেন আমির। এ বিষয়ে কিরণ বলেন, ‘ছবিটি দর্শকদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছে এবং আমরা এটিকে বড় পর্দায় নিয়ে যেতে পেরে খুশি।’


Pousali Chakraborty
Pousali Chakraborty

সংবাদের প্রতি টানে ব্রেকিংয়ের দুনিয়ায় পা দেওয়া পৌষালীর। দর্শন নিয়ে স্নাতকে এগোলেও পরবর্তী পথ চলাটা খবরের দিকে ঘুরে যায়। জীবনে আসে যাদবপুর থেকে পড়ার অল্প সময়ের সুযোগ। টলিপাড়ায় উঁকি দেওয়া থেকে বাইশ গজের পিচে কার ঝুলিতে কত রান, দুই দিকেই নজর ঘোরাতে ভালোবাসেন পৌষালী। পর্দার অনুষ্কা-মাঠের বিরাট দু'জনের খবর সমান তালে রাখার চেষ্টা করে। অবসর সময় কাটে নাচ, বই, ম্যাগাজিনে চোখ বুলিয়ে।

সম্পর্কিত খবর