হলে দর্শক নেই, কমল ১৩০০ শো! পঞ্জাবে বন্ধ ‘লাল সিং চাড্ডা’র স্ক্রিনিং

বাংলাহান্ট ডেস্ক: মুক্তির আগে থেকে চর্চায় আমির খানের (Aamir Khan) ‘লাল সিং চাড্ডা’ (Laal Singh Chaddha)। প্রথমে হিন্দু বিরোধী আর ভারত বিরোধী অভিযোগে বয়কটের ডাক দেওয়া হয় এই ছবিকে। মুক্তির পরেও বিপদ কমেনি বই বেড়েছে আমিরের। প্রথম দিনেই ব‍্যবসায় ভরাডুবি লাল সিং চাড্ডার। দর্শক ছাড়া প্রেক্ষাগৃহ ফাঁকা পড়ে রয়েছে।

বৃহস্পতিবার ১১ অগাস্ট মুক্তি পেয়েছে লাল সিং চাড্ডা। চার বছর পর বিগ বাজেট ছবি নিয়ে ফিরলেন আমির। কিন্তু একেবারেই আশানুরূপ ফল করতে পারেনি লাল সিং চাড্ডা। প্রথম দিনেই বহু শো বাতিল হয়ে গিয়েছে। যে কারণে সপ্তাহান্ত শুরু হওয়ার আগেই হাজারের উপরে শো কমিয়ে দিল প্রদর্শকরা।

Laal singh
খবর বলছে, ১২ অগাস্ট শুক্রবার অর্থাৎ ছবি মুক্তির ঠিক পরের দিনই ১৩০০ শো কমিয়ে দেওয়া হয়েছে লাল সিং চাড্ডা। অনেক হিসেব নিকেশ করেই ছবি মুক্তি দিয়েছিলেন আমির। একাধিক বার তারিখ পেছোতে পেছোতে শেষমেষ ১১ অগাস্ট মুক্তি পেয়েছে লাল সিং চাড্ডা, যেদিন ছিল রাখি বন্ধনের ছুটি।

তারপর ১৫ অগাস্টের আগেও লম্বা একটা উইকেন্ড পড়ছে। সবদিক লাল সিং চাড্ডার পক্ষেই যেতে পারত। কিন্তু তার বদলে ক্ষতিই হল আমিরের। উইকেন্ড শুরু হওয়ার আগেই এতগুলি শো কমিয়ে দেওয়া নিঃসন্দেহে ক্ষতির মুখে ফেলবে ছবি নির্মাতাদের। শুধু লাল সিং চাড্ডা নয়, অক্ষয় কুমারের রক্ষা বন্ধনও একই রকম বাজে পারফর্ম করেছে।

দুটি ছবি মিলিয়েও প্রথম দিনে ২০ কোটি টাকার ব‍্যবসা করতে পারেনি। প্রথম দিনে প্রায় ১০-১১ কোটি টাকার ব‍্যবসা করেছে লাল সিং চাড্ডা, যা আমিরের গত ১৩ বছরের মধ‍্যে সবথেকে কম ওপেনিংয়ের ছবি। শুধু তাই নয়, পঞ্জাবের জলন্ধরে ছবির প্রদর্শনীও বন্ধ করে দেওয়া হয়েছে। ধর্মীয় অনুভূতিকে আঘাত করার অভিযোগে প্রেক্ষাগৃহের সামনে প্রতিবাদ জানানো হয়েছে বলে খবর।

ad

Niranjana Nag

সম্পর্কিত খবর