দুটো বিচ্ছেদ, এক শিশুর জন্মের সাক্ষী, অবশেষে মুক্তি পেল আমিরের ‘লাল সিং চাড্ডা’র ট্রেলার

বাংলাহান্ট ডেস্ক: কথা দিয়েছিলেন আইপিএল ফাইনালের মাঝেই প্রকাশ‍্যে আনবেন ‘লাল সিং চাড্ডা’র (Laal Singh Chaddha) ট্রেলার (Trailer)। কথা রাখলেন আমির খান (Aamir Khan)। সর্বপ্রথম ভারতের ক্রিকেট উৎসবের মাঝেই আমিরের আসন্ন ছবির প্রথম ঝলক দেখল দর্শকরা। তারপর নিজেদের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে ট্রেলার ভাগ করে নিলেন আমির, করিনা কাপুর খানরা (Kareena Kapoor Khan)।

বহুদিন ধরে এই ছবিটির জন‍্য অপেক্ষা করে রয়েছেন দর্শকেরা। সেই ২০১৯ সালে শুরু হয়েছিল ছবির শুটিং। অনেক বাধা বিপত্তি পেরিয়ে, একাধিক স্মৃতির সাক্ষী থেকে শুট শেষ করেছে আমিরের গোটা টিম। অবশেষে দর্শকদের সামনে সেই ছবির প্রথম ঝলক।

IMG 20220530 011056
একটি ছোট্ট ছেলে, যার দক্ষতা নিয়ে একসময়ে প্রশ্ন তুলেছিল সবাই। নিজের মায়ের মনোবলকে সঙ্গী করে সেই লাল সিং চাড্ডা প‍রবর্তীকালে কী কী কাণ্ড ঘটায় সেটাই উঠে আসবে এই ছবিতে। তাঁর জীবনের অবিস্মরণীয় সফরের সঙ্গী হবেন দর্শকরা। ছবিতে একাধিক লুকে দেখা গিয়েছে আমিরকে। কিছু কিছু দৃশ‍্যে তাঁর ভাবভঙ্গির সঙ্গে ‘পিকে’র ও মিল পেয়েছেন অনেকে।

হলিউড ছবি ‘ফরেস্ট গাম্প’ এর হিন্দি সংষ্করণ লাল সিং চাড্ডা। আমির ছাড়াও ছবিতে রয়েছেন করিনা কাপুর খান, নাগা চৈতন‍্য এবং মোনা সিং। পরিচালনার দায়িত্বে রয়েছেন অদ্বৈত চন্দন। ছবিটি নিজের ইনস্টাগ্রাম হ‍্যান্ডেলে শেয়ার করেছেন করিনা।

IMG 20220530 011025
তিনি লিখেছেন, ‘একটা মহামারি, দুটো লকডাউন, আর একটা সন্তানের পর… আমার অন‍্যতম বিশেষ একটি ছবি। এছাড়া আরো একটি কারণ হল আমার জেহ বাবাও এই ছবির একটা অংশ কারণ ও আমার গর্ভে ছিল। ধন‍্যবাদ অদ্বৈত এবং আমির, শুধু আমাকে না, বরং আমাদের দুজনকেই এই ছবিতে নেওয়ার জন‍্য। এটা এমন একটি ছবি যার স্মৃতি আমি চিরকাল মনে রাখব।’

https://www.instagram.com/tv/CeJdyLyICOg/?igshid=YmMyMTA2M2Y=

বাস্তবিকই ছবির টিমের কাছে অনেক ঘটনাবহুল থেকেছে শুটিং। কারণ মহামারি, লকডাউন তো ছিলই। অভিনেতা অভিনেত্রীদের ব‍্যক্তিগত জীবনেও অনেক পরিবর্তন ঘটেছিল এই ছবির শুটিংয়ের সময়ে। দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদ ঘোষনা করেছিলেন আমির।

নাগা চৈতন‍্যও আলাদা হয়ে যান স্ত্রী সামান্থা রুথ প্রভুর থেকে। অন‍্যদিকে শুটিং চলাকালীন অন্তঃসত্ত্বা হয়ে পড়েন করিনাও। দ্বিতীয় সন্তান জাহাঙ্গীরকে গর্ভে ধারণ করেই ছবির শুটিং সম্পূর্ণ করেছিলেন অভিনেত্রী।

Niranjana Nag

সম্পর্কিত খবর