বাংলাহান্ট ডেস্কঃ আমির খানের (Aamir Khan) তুরস্ক সফরের বিরুদ্ধে এবার মুখ খুললেন সুব্রহ্মণ্যম স্বামী (Subramanian Swamy)। সম্প্রতিকালে আমির খানের একটি ছবি স্যোশাল মিডিয়ার ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে তিনি তুরস্কের ফার্স্ট লেডির সাথে খোশ মেজাজে গল্প করছেন।
আমির খানের আচরণে বিতর্কের সৃষ্টি
বলিউড অভিনেতা আমির খানের এই ছবি প্রকাশিত হওয়ার পর থেকেই নানা জনে নানান মন্তব্য করেছেন। ভারত ও তুরস্কের মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যে আমির খানের এই তুর্কি সফর এবং সর্বোপরি রাষ্ট্রপতি বেগমের সাথে দেখা হওয়ার বিষয়টি একটি বড় বিতর্ক সৃষ্টি করেছে।
বাতিল করা হোক আমির খানের ছবি
বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও তাঁর এই কাজ নিয়ে অসন্তোষ সৃষ্টি হয়েছে। এমনকি তাঁর এই আচরণের জন্য তাঁর অস্পূর্ণ ছবি লাল সিং চাড্ডাকে বাতিল করার অনুরোধও করেছেন অনেকে।
So I have been proven right in classifying Aamir Khan as one of the 3 Khan Musketeers?
— Subramanian Swamy (@Swamy39) August 17, 2020
বিস্ফোরক সুব্রহ্মণ্যম
এই বিষয়ের উপর প্রতিক্রিয়া জানিয়ে বিজেপি মন্ত্রী সুব্রহ্মণ্যম স্বামী করোনা পরিস্থিতিতে আমির খানের তুরস্ক সফরের সমালোচনা করে এক ট্যুইট করে লিখেছেন, ‘আমির খান শেষ পর্যন্ত প্রমাণ করে দিলেন, তিনিও তিন খানের মধ্যে একজন। তুরস্কে যাবার পূর্বে তাঁর অন্তত একবার ভারতীয় রাষ্ট্রদূতদের সাথে পরামর্শ করা উচিত ছিল’।