বাংলাহান্ট ডেস্ক: আসন্ন ছবি ‘লাল সিং চাড্ডা’র আগে বারে বারে সংবাদ শিরোনামে উঠে আসছেন আমির খান (Aamir Khan)। গত বছরে তাঁর জীবনে যে বড় পরিবর্তনটা ঘটে গিয়েছে, তার কার্যকারণ ব্যাখ্যা করেছেন অভিনেতা। ব্যক্তিগত জীবন নিয়ে আর রাখঢাক করেননি। বরং যে সমস্ত গুঞ্জন উঠেছিল তার জবাব দিয়েছেন আমির। এবার জানালেন অভিনয় ছাড়ার কথা।
হ্যাঁ, অভিনয় ইন্ডাস্ট্রিকে বিদায় জানানোর কথা ভেবেছিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, গত দু বছরে করোনা কালেই তিনি সিদ্ধান্ত নেন যে অভিনয় ছেড়ে দেবেন। শুধু সর্বসমক্ষে জানাননি এই ভেবে যে সবাই এটাকে ‘লাল সিং চাড্ডা’র মুক্তির আগে প্রচার হিসাবে ভাববে।
আমির বলেন, ইন্ডাস্ট্রি ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার পর মেয়ে ইরা খানের সঙ্গে কাজ করতে শুরু করেন তিনি। কিন্তু তাঁর ছেলেমেয়েরা খুশি ছিলেন না বাবার এই সিদ্ধান্তে। বরং ইরা ও জুনেইদ বলেছিলেন, অভিনয় না ছেড়ে বরং দুদিক ব্যালেন্স করে চলতে। তাঁরা এও জানিয়েছিলেন, আমির গত ৩০ বছরে যে সময়টা সন্তানদের দেননি সেটা তিন মাসে দিয়ে দিয়েছেন।
কিন্তু হঠাৎ কেন ইন্ডাস্ট্রি ছাড়ার সিদ্ধান্ত নেন আমির? তিনি জানান, কিরণ ও তাঁর বাবা মা, রীনা (আমিরের প্রথম স্ত্রী) ও তাঁর বাবা মা আর তাঁদের সন্তানদের সঙ্গে সময় কাটাতে চেয়েছিলেন তিনি। তাই প্রথমেই নিজের পরিবারকে সিদ্ধান্তটা জানান, যে এর পর থেকে আর কোনো ছবিতে অভিনয় বা প্রযোজনা তিনি করবেন না।
আমির বলেন, সোশ্যাল মিডিয়ায় ঘোষনা করতে চেয়েও তিনি করেননি। কারণ তিনি ভেবেছিলেন তাঁর ছবি এমনিতেও তিন চার বছর পরপর আসে। তাই কেউ কিছুই সন্দেহ করবে না। ততদিনে তিনি বলিউড থেকে সরে যাবেন। তিন মাস এমন ভাবেই কেটে গিয়েছিল।
তারপরেই প্রাক্তন স্ত্রী কিরণ কান্নাকাটি করে আমিরকে অনুরোধ করেন বলিউড না ছাড়তে। ছেলেমেয়েরাও বলেন, দুদিক ব্যালেন্স করে চলতে। শেষমেষ পরিবারের কথাই রাখেন আমির। ইন্ডাস্ট্রি ছেড়ে বেরিয়ে গিয়েও আবার ফেরেন তিনি।