গোটা বিশ্ব ধন‍্য ধন‍্য করছে অথচ বলিউড নিস্তব্ধ, ‘দ‍্য কাশ্মীর ফাইলস’ নিয়ে বিষ্ফোরক আমির খান!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: দীর্ঘ তর্ক বিতর্কের পর মুক্তি পেয়েছে ‘দ‍্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files)। মুক্তির পরেই দর্শকরা ভালবাসায় ভরিয়ে দিয়েছে এই ছবিকে। কাশ্মীরি হিন্দুদের উপরে অত‍্যাচারের নির্মম অথচ বাস্তব ইতিহাসকে তুলে ধরেছে মিঠুন চক্রবর্তী, অনুপম খের অভিনীত এই ছবি। কিন্তু একদিকে দর্শক মহলে যেমন ঝড় চলছে দ‍্য কাশ্মীর ফাইলসকে নিয়ে, অন‍্যদিকে বলিউডে তেমনি কিন্তু পিনপতন নিস্তব্ধতা।

অক্ষয় কুমার ও কঙ্গনা রানাওয়াত ছাড়া টিনসেল টাউনের কেউই তেমন মুখ খোলেননি বা বলা ভাল মুখ খোলার ‘সাহস’ করেননি ছবিটিকে নিয়ে। তবে এবার সম্ভবত নেটনাগরিকদের ক্রমাগত প্রশ্নের মুখে পড়েই ‘দ‍্য কাশ্মীর ফাইলস’ নিয়ে নিজের মতামত রাখলেন আমির খান (Aamir Khan)। তবে তাঁর বক্তব‍্য চমকে দিয়েছে সকলকে।


সোমবার অভিনেতার জন্মদিনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন আমির। সেখানেই তাঁর কাছে প্রশ্ন রাখা হয় দ‍্য কাশ্মীর ফাইলস সম্পর্কে। আমির স্পষ্ট বলেন, এখনো ছবিটি দেখেননি তিনি। তবে তিনি শুনেছেন ছবিটি খুবই সফল হয়েছে। টিমকে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।

এর আগে দ‍্য কাশ্মীর ফাইলসকে ‘বছরের সবথেকে গুরুত্বপূর্ণ ছবি’ বলে প্রশংসা করে বলিউডকে একহাত নিয়েছিলেন কঙ্গনা। বলিউড ইন্ডাস্ট্রির নিস্তব্ধতাকে কটাক্ষ শানিয়ে অভিনেত্রী বলেন, এই ছবি প্রমাণ করে দিয়েছে করোনা পরবর্তীতে প্রেক্ষাগৃহ শুধুমাত্র বড় বাজেটের ছবির জন‍্য নয়। ভোর ছটার শোও হাউজফুল যাচ্ছে!

তীব্র কটাক্ষ করে কঙ্গনা বলেন, ‘বুলিদাউদ (কঙ্গনার ভাষায় বলিউড) আর ওদের চামচারা সব অবসাদে ভুগছে। গোটা বিশ্ব দেখতে পাচ্ছে। তবুও এদের মুখ থেকে একটাও শব্দ বেরোচ্ছে না। ওদের সময় এবার খতম!’


গত ১১ মার্চ মুক্তি পেয়েছে দ‍্য কাশ্মীর ফাইলস। তাও আবার অনেক বিতর্কের পরে। মুক্তির ঠিক আগেই স্থগিতাদেশও জারি হয়েছিল ছবির মুক্তিতে। যদিও কাশ্মীর ফাইলসকে আটকানো যায়নি। তারপরেই ম‍্যাজিক! মাত্র তিন দিনে গোটা বিশ্ব জুড়ে ৩১.৬ কোটি টাকার ব‍্যবসা করে রেকর্ড গড়েছে দ‍্য কাশ্মীর ফাইলস।

মুক্তির প্রথম দিনে ৪.২৫ কোটি টাকার ব‍্যবসা করেছে এই ছবি। দ্বিতীয় দিনে ১০.১০ কোটি এবং তৃতীয় দিনে সংখ‍্যাটা আরো বেড়ে ১৭.২৫ কোটি টাকায় পৌঁছে গিয়েছে। এমনকি বেশ কিছু জায়গায় অন‍্যান‍্য ছবির থেকে দ‍্য কাশ্মীর ফাইলসের টিকিট বেশি বিক্রি হয়েছে।

X