পাকাপাকিই অভিনয়কে বিদায়! নেপালে ধ্যানে মগ্ন আমির, দর্শকদের তাড়া খেয়ে সন্ন্যাস নেওয়ার প্ল্যান অভিনেতার!

বাংলাহান্ট ডেস্ক: অভিনয় থেকে বিরতি নিয়েছেন আমির খান (Aamir Khan)। তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘লাল সিং চাড্ডা’ বক্স অফিসে ফ্লপ খেয়ে লাট হয়ে যাওয়ার পরেই টনক নড়ে অভিনেতার। পরপর ঠাগস অফ হিন্দোস্তান আর লাল সিং দুটি ছবিই মুখ থুবড়ে পড়ায় অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নেন আমির। তবে পাকাপাকিভাবে অভিনয় ছাড়েননি তিনি। কিছুদিনের বিরতি নিয়েছেন অভিনেতা।

আপাতত দেশের বাইরে রয়েছেন আমির। নেপালে এক বিশেষ কাজে গিয়েছেন তিনি। জানা যাচ্ছে, ধ্যানের মাধ্যমে মন শান্ত করার প্রক্রিয়া শিখতেই নেপালে পাড়ি দিয়েছেন তিনি। গত রবিবারেই তিনি কাঠমাণ্ডু পৌঁছে গিয়েছেন। সেখানে ১০ দিন ব্যাপী বিপাসায়না মেডিটেশন প্রোগ্রামে অংশ নিয়েছেন তিনি।

আমির খান,নেপাল,ধ্যান,বৌদ্ধ আসন,বক্স অফিস,লাল সিং চাড্ডা,aamir khan,meditation,Buddhist asana,box office,laal singh chaddha,Bangla,Bengali,Bengali News,Bangla Khobor,Bengali Khobor

বিপাসায়না এবং অনাপনা এই দুটিই এক ধরণের আসন যা বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষরা প্রথম শুরু করেন। কাঠমাণ্ডু থেকে ১২ কিমি দূরে বুধনীলকণ্ঠ নামে এক স্থানে বিপাসনা মেডিটেশন সেন্টারেই এই কদিন থাকবেন অভিনেতা। তাঁর নেপাল যাওয়ার কথা স্বীকার করে নিয়েছেন ওই সেন্টারের কর্তৃপক্ষও।

প্রসঙ্গত, এর আগে আমির জানিয়েছিলেন, এখন তিনি কিছু দিনের বিরতি নেবেন অভিনয় থেকে। দীর্ঘ ৩৫ বছরের অভিনয় জীবনে এই প্রথম তিনি বিরতি নিচ্ছেন। সেই সময়টা দেবেন নিজের পরিবারকে। নিজের সন্তান, মায়ের সঙ্গে সময় কাটাবেন।

আমির আরো বলেছিলেন, এতদিন ধরে শুধুমাত্র নিজের কাজটা নিয়েই ভেবেছেন তিনি। কিন্তু তাঁর আশেপাশের মানুষের গুলোর সঙ্গে অবিচার করা হয়েছে। তাই আগামী এক দেড় বছর আর অভিনেতা আমিরকে পাওয়া যাবে না বড়পর্দায়।

ঠাগস অফ হিন্দোস্তানের চার বছর পর লাল সিং চাড্ডা আনেন আমির। কিন্তু ছবি মুক্তির আগেই অভিনেতার কিছু পুরনো মন্তব্য নিয়ে বিতর্ক তুঙ্গে ওঠে। ছবি বয়কটের ডাক দেন সিনেপ্রেমীরা। হাত জোড় করে অনুরোধ করলেও কোনো লাভ পাননি আমির।

গত বছর অগাস্ট মাসে মুক্তিপ্রাপ্ত আমির খান, করিনা কাপুর খান অভিনীত লাল সিং চাড্ডার মোট কালেকশন ছিল মোটে ৫৫ কোটি টাকা। ছবির বিরাট বাজেটের কয়েক শতাংশও উঠে আসেনি ছবির সংগ্রহ থেকে। উপরন্তু ৪৫ কোটি টাকা ব্যবসা করতে না করতেই ছবিটিকে এক রকম ছুড়ে ফেলে দিয়েছিল দর্শকরা।