দাদুর সঙ্গে সময় কাটিয়ে নিমিষে ক্লান্তি উধাও, দীর্ঘ ১০ বছর পর মামাবাড়িতে অভিষেক, রইল ছবি

বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েত ভোট পূর্বে রাজ্যজুড়ে জনসংযোগ গড়ে তুলতে নবজোয়ার কর্মসূচীর সূচনা করেছে জোড়াফুল শিবির। ভোটের আগে রাজ্যের প্রতিটি গ্রামে, পঞ্চায়েতে পৌঁছে যাওয়ার অঙ্গীকার করেছেন তৃণমূল সেকেন্ড ইন কমান্ডো অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই মতোই গতকাল অনুব্রত গড় বীরভূমে (Birbhum) পৌঁছে যান তিনি। আর সেখানে গিয়েই দীর্ঘ ১০ বছর পর মঙ্গলবার মামাবাড়িতে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

গতকাল বীরভূম জুড়ে একাধিক স্থানে দলীয় কর্মসূচিত যোগ দেন অভিষেক। এরপর তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে বীরভূমের কুসুম্বা (Kusumba) গ্রামে মামবাড়িতে পৌঁছন তিনি। মঙ্গলবার রাত ১০ টা নাগাদ যখন নেতা মামাবাড়িতে পৌঁছলেন তখন তাকে দেখার জন্য ভীড় যেন উপচে পড়ছে।

সেখানে পৌঁছেই প্রথমে বৃদ্ধ অসুস্থ দাদু অনিল মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন অভিষেক। এত বছর পর প্রিয় নাতিকে দেখতে পেয়ে আনন্দে-আবেগে তাকে অশক্ত শরীরেই জড়িয়ে ধরেন দাদু। এরপর সেই অভিজ্ঞতা নিয়ে ফেসবুকে অভিষেক লেখেন, ‘সারাদিনের অফুরান ব্যস্ততার মাঝেও, নিজের দাদুর সঙ্গে সময় কাটিয়ে সব ক্লান্তি যেন নিমেষেই দূর হয়ে গেল।’

অভিষেক আরও লেখেন, ‘সারাদিনের অগুনতি মানুষের আশীর্বাদ, ভালোবাসার পর এই সময়টুকু সত্যিই বিশেষ পাওয়া। ঈশ্বর সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন এই প্রার্থনা করি।’ দাদু ছাড়াও পরিবারের সদস্যদের সাথে বেশ কিছুক্ষন সময় কাটান তৃণমূল সেকেন্ড ইন কমান্ডো।

abhishek

পাশাপাশি স্থানীয় তৃণমূল নেতা-কর্মী, এলাকার মানুষের ভিড়ের মাঝেও দেখা যায় অভিষেককে। কেও কেও আবার তার সাথে সুযোগ বুঝে সেলফিও তুলে নেন। মিনিট ৪০ মামাবাড়িতে থাকার সেখান থেকে বেরিয়ে যান অভিষেক। পরে সাংবাদিকদের তিনি বলেন, ‘১০ বছর পর মামাবাড়িতে এসে খুব ভালো লাগছে। ‘ পাশাপাশি এলাকায় বেশ উন্নয়ন হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর