ছেলের সঙ্গে ‘আম’রসিয়া আমিরের, মুসলিম হয়েও রোজা রাখেননি? প্রশ্ন নেটিজেনদের

বাংলাহান্ট ডেস্ক: আম খেতে কে না ভালবাসে? ব‍্যতিক্রমী কয়েকজন ছাড়া এই স্বর্গীয় স্বাদ ছাড়তে রাজি হননা কেউই। অভিনেতা আমির খান (Aamir Khan) অবশ‍্য এই ব‍্যতিক্রমীদের তালিকায় পড়েন না। প্রমাণ, তাঁর সাম্প্রতিক সোশ‍্যাল মিডিয়া পোস্ট। ছেলে আজাদের  সঙ্গে বসে চেটেপুটে আমের স্বাদ নিতে ব‍্যস্ত ‘মিস্টার পারফেকশনিস্ট’।

অবশ‍্য এই ছবিগুলির ক্ষেত্রে আমিরের সঙ্গে তকমাটা মানায় না। তাঁকে দেখে কে বলবে তিনি প্রথম সারির একজন তারকা! দু হাতে আমের আঁটি ধরে রীতিমতো চেটেপুটে রস খেতে ব‍্যস্ত বাবা ছেলে। খাওয়ার ফাঁকে ছেলের সঙ্গে টুকটাক কথাও বলছেন আমির। অভিনেতার প্রযোজনা সংস্থার তরফে ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে ছবিগুলি।

azad rao khan aamir khans son wiki biography age family images 5e8bc26a0e8c4
আমিরের এই রূপ দেখে বিচিত্র প্রতিক্রিয়া দিয়েছেন নেটিজেনরা। একজন প্রশ্ন করেছেন, তারকারাও এভাবেই আম খায় নাকি! আরেকজনের প্রশ্ন, রমজান মাস চলছে তো। আমির কি রোজা রাখেননি? আবার কয়েকজনের আগ্রহ তাঁর আসন্ন ছবি ‘লাল সিং চাড্ডা’ নিয়ে।

কিছুদিন আগেই সোশ‍্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রুহি দোসানি ও তাঁর পরিবারের সঙ্গে বৈশাখী পালন করতে দেখা গিয়েছিল আমিরকে। লস‍্যি, হালুয়ার মতো লোভনীয় খাবারের সঙ্গে গানের তালে নেচেওছিলেন অভিনেতা‌। সেই ভিডিও ভাইরাল হয়েছিল সোশ‍্যাল মিডিয়ায়।

https://www.instagram.com/p/Ccj9mEJLClO/?igshid=YmMyMTA2M2Y=

এর আগে আমির জানিয়েছিলেন, এক সময়ে অভিনয় ইন্ডাস্ট্রিকে বিদায় জানানোর কথা ভেবেছিলেন তিনি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, গত দু বছরে করোনা কালেই তিনি সিদ্ধান্ত নেন যে অভিনয় ছেড়ে দেবেন। শুধু সর্বসমক্ষে জানাননি এই ভেবে যে সবাই এটাকে ‘লাল সিং চাড্ডা’র মুক্তির আগে প্রচার হিসাবে ভাববে।

আমির বলেন, ইন্ডাস্ট্রি ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার পর মেয়ে ইরা খানের সঙ্গে কাজ করতে শুরু করেন তিনি। কিন্তু তাঁর ছেলেমেয়েরা খুশি ছিলেন না বাবার এই সিদ্ধান্তে। বরং ইরা ও জুনেইদ বলেছিলেন, অভিনয় না ছেড়ে বরং দুদিক ব‍্যালেন্স করে চলতে। তাঁরা এও জানিয়েছিলেন, আমির গত ৩০ বছরে যে সময়টা সন্তানদের দেননি সেটা তিন মাসে দিয়ে দিয়েছেন। শেষমেষ পরিবারের আপত্তিতেই বলিউডে থেকে গেলেন আমির।

Niranjana Nag

সম্পর্কিত খবর