পেটে খিদে মুখে লাজ, প্রকাশ‍্যে নেপোটিজমের বিরোধিতা করে তলে তলে নিজের ছেলেকে লঞ্চের পরিকল্পনা আমিরের!

বাংলাহান্ট ডেস্ক: আমার সন্তানরা আমার দৌলতে কাজ পাবে না। নিজেদের চেষ্টায়, পরিশ্রমে ওই জায়গাটা পেতে হবে। এমনটাই বলেছিলেন আমির খান (Aamir Khan)। বলিউডে নেপোটিজমের বাড়বাড়ন্তের মাঝে তাঁর ব‍্যতিক্রমী মন্তব‍্য প্রশংসা কুড়িয়েছিল সবার। আসলে আমির নিজে গডফাদার ছাড়া ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত হয়েছিলেন। তাই তাঁর সন্তানরাও সেভাবেও অভিনয়ে আসুক, এমনটাই চেয়েছিলেন অভিনেতা।

কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল, আমিরের মুখের কথা আর কাজের মধ‍্যে কোনো মিলই নেই। মুখে লোক দেখানোর স্বজনপোষণ বিরোধিতা করে গোপনে ঠিকই নিজের ছেলেকে ভিড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন আমির। কিন্তু তাঁর উদ্দেশ‍্য সফল হয়নি। কেন? সেটাই নিজের মুখে জানিয়েছেন অভিনেতা।

Aamir boycott
দিন কয়েক পরেই মুক্তি পাবে আমিরের ‘লাল সিং চাড্ডা’। প্রচার চলছে জোর কদমে। ছবি সংক্রান্ত অজানা সব তথ‍্য ফাঁস করছেন আমির। এমনি একটি সাক্ষাৎকারে তিনি জানান, ছবির মুখ‍্য চরিত্রে তাঁর বদলে বড় ছেলে জুনেইদ (Junaid Khan) অভিনয় করুক, এটাই ইচ্ছা ছিল তাঁর। লাল সিং চাড্ডা দিয়েই ছেলেকে লঞ্চ করতে চেয়েছিলেন তিনি।

আমির জানান, পরিচালক অদ্বৈত চন্দনের পরিচালনার দক্ষতার উপরে সন্দেহ ছিল তাঁর। তাই তিনি বলেছিলেন, কয়েকটি দৃশ‍্য নিয়ে আগে একটা পরীক্ষামূলক শুট হয়ে যাক। তবে তিনি নিজে সেখানে অভিনয় করবেন না, থাকবেন জুনেইদ, যিনি কিনা বিদেশ থেকে অভিনয় নিয়ে পড়াশোনা করে ফিরেছেন।

আমির জানান, অদ্বৈত চন্দনের পরিচালনার ক্ষমতা দেখে তিনি স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। পাশাপাশি জুনেইদও মুগ্ধ করেছিল তাঁকে। তখনি আমিরের মাথায় বুদ্ধি আসে, ছেলেকেই লাল সিং চাড্ডা হিসাবে লঞ্চ করলে কেমন হয়? করন জোহর, মনসুর খান, সত‍্যজিৎ ভাটকাল সকলেই সহমত হয়েছিলেন আমিরের সঙ্গে। কিন্তু বেঁকে বসেন চিত্রনাট‍্য লেখক অতুল কুলকার্নি এবং আদিত‍্য চোপড়া।

aamir junaid f
আদিত‍্য বলেছিলেন, লাল সিং চাড্ডার মূল ফোকাস  প্লটে নয়, বরং এটা একটা পর্ব ভিত্তিক ছবি। নতুন মুখকে না লঞ্চ করে আমিরের নিজেই অভিনয় করাটাই ভাল হবে। বাধ‍্য হয়ে ছেলেকে সরিয়ে নিজেই আসরে নামেন তিনি। তবে আমির একটা কৃতিত্ব দিয়েছেন জুনেইদকেই। কারণ তিনিই নাকি আমিরকে অনুপ্রেরণা জুগিয়েছেন। জুনেইদকে দেখেই তিনি বুঝেছিলেন কীভাবে অভিনয় করতে হবে এই চরিত্রে।

ছেলের আরো প্রশংসা করেছেন আমির। ছবি থেকে বাদ পড়ায় নাকি একটুও কষ্ট পাননি জুনেইদ। বরং এত বড় বাজেটের ছবিতে অভিনয়ের ইচ্ছাও ছিল না তাঁর। অবশ‍্য আদিত‍্য চোপড়া ‘মহারাজা’ নামে একটি ছবিতে লঞ্চ করতে চলেছেন তাঁকে। প্রসঙ্গত, দুবার বিয়ে করেছেন আমির খান। প্রথম স্ত্রী রীনা দত্তের সঙ্গে দুই সন্তান, জুনেইদ এবং ইরা। দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের এক সন্তান, আজাদ।


Niranjana Nag

সম্পর্কিত খবর