ভাগ‍্যিস মুক্তির তারিখ পিছিয়েছিল, কেজিএফ ২ ঝড় এড়াতে পারায় আমির বললেন, জোর বাঁচা বেঁচেছি!

বাংলাহান্ট ডেস্ক: বারবার পেছোনোর পর অবশেষে মুক্তি পেতে চলেছে আমির খানের (Aamir Khan) বহু প্রতীক্ষিত ছবি ‘লাল সিং চাড্ডা’ (Laal Singh Chaddha)। গত বছর ছবিটি মুক্তির কথা থাকলেও বিভিন্ন কারণ দেখিয়ে একাধিক বার পিছিয়ে গিয়েছে ছবির মুক্তি। একবার ‘কেজিএফ চ‍্যাপ্টার ২’ (KGF Chapter 2) এর সঙ্গে সংঘর্ষ ঘটতে ঘটতে এড়িয় গিয়েছিল ছবি নির্মাতারা। কেজিএফ ২ এর সঙ্গে সংঘর্ষ হলে কী ঘটত তা নিয়ে সম্প্রতি মুখ খুললেন আমির।

চলতি বছরের ১৪ এপ্রিল লাল সিং চাড্ডা মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু ভিএফএক্সের কিছু কাজ সম্পূর্ণ না হওয়ায় পিছিয়ে যায় মুক্তির তারিখ। তাতে যে কত বড় অঘটন থেকে তাঁরা বেঁচে গিয়েছিলেন সে ব‍্যাপারে সম্প্রতি বক্তব‍্য রাখেন আমির। হায়দ্রাবাদে একটি অনুষ্ঠানে তিনি বলেন, যেকোনো আঞ্চলিক সিনেমা, বিশেষ করে তেলুগু, কন্নড় ভাষা সহ দক্ষিণী ছবিগুলি গোটা দেশের দর্শকদের মন জিতে নিয়েছে।

Aamir laal
কেজিএফ ২ মুক্তি পাওয়ার সময়ে একটা বড় সংখ‍্যায় হিন্দি দর্শক, এমনকি আমিরের নিজের বন্ধুবান্ধবও দেখতে গিয়েছিলেন ছবিটি। অভিনেতা বলেন, কেজিএফ ২ এর সঙ্গে একই দিনে মুক্তি পাওয়ার কথা ছিল লাল সিং চাড্ডার। কিন্তু আমির নিজেকে ভাগ‍্যবান মনে করেন যে তাঁরা বেঁচে গিয়েছিলেন। নয়তো কেজিএফ ২ এর সামনে পড়লে খড়কুটোর মতোই উড়ে যেত লাল সিং চাড্ডা।

তবে দক্ষিণী ছবির ভূয়সী প্রশংসা করেছেন আমির। একটি রাজ‍্যের ছবি গোটা দেশের দর্শককে একসূত্রে গেঁথে দিচ্ছে, এটা সত‍্যিই উদযাপনের দাবি রাখে বলে মন্তব‍্য করেন মিস্টার পারফেকশনিস্ট। দর্শকদের মাঝে দক্ষিণের চাহিদা দেখে লাল সিং চাড্ডাতেও দক্ষিণী তারকাদের গুরুত্বপূর্ণ ভূমিকা দিয়েছেন আমির।

এই ছবির হাত ধরেই বলিউডে পা রাখছেন নাগা চৈতন‍্য। মেগাস্টার চিরঞ্জিবীর উপরে দায়িত্ব রয়েছে লাল সিং চাড্ডার চরিত্রগুলির সঙ্গে দর্শকদের পরিচয় করানোর। করিনা কাপুর খানের পর নাগা চৈতন‍্যর লুক প্রকাশ‍্যে এনেছেন তিনি। দক্ষিণের দর্শদেরও নিজের দিকে টানতে চাইছেন আমির।

ad

Niranjana Nag

সম্পর্কিত খবর