প্রথম স্ত্রীর সঙ্গে এখনও রয়েছে সম্পর্ক, ‘আমিরের সঙ্গে ডিভোর্সটা খুশির’, এমন কেন বললেন কিরণ!

বাংলাহান্ট ডেস্ক : বলিউডে ‘মিস্টার পারফেকশনিস্ট’ নামেই পরিচয় আমির খানের (Aamir Khan)। কাজের ক্ষেত্রে নাকি সবকিছু নিখুঁত ভাবে করতেই পছন্দ করেন তিনি। কিন্তু ব্যক্তিগত জীবনটা অতটা সাজানো গোছানো হয়নি আমির খানের। জীবনসঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে দুবারই ব্যর্থ হয়েছেন তিনি। ভেঙেছে দু দুটি বিয়ে। বিশেষ করে আমিরের (Aamir Khan) দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদ ঘোষণায় বড় শক পেয়েছিলেন আমজনতা।

ডিভোর্স নিয়ে প্রথমবার মুখ খুললেন আমির (Aamir Khan)

প্রথম স্ত্রী রীনা দত্তকে ডিভোর্স দেওয়ার পর কিরণকে বিয়ে করেন আমির (Aamir Khan)। দীর্ঘ ১৬ বছরের দাম্পত্য জীবন কাটানোর পর হঠাৎ সকলকে চমকে দিয়ে যৌথ ভাবে বিচ্ছেদ ঘোষণা করেন আমির কিরণ। কিন্তু কেন হয়েছিল তাঁদের বিচ্ছেদ তা এখনো অজানা। এ বিষয়ে কখনো কথাও বলতে শোনা যায়নি আমিরকে (Aamir Khan)। বরং কিরণের সঙ্গে ডিভোর্সের প্রসঙ্গটা এড়িয়েই গিয়েছেন তিনি বরাবর। তবে এবার বিষয়টি নিয়ে নীরবতা ভাঙলেন আমির।

Aamir khan talks about divorce with kiran

সম্পর্ক ভাঙলেও রয়েছে বন্ধুত্ব: এক সাক্ষাৎকারে কিরণের সামনেই ডিভোর্স প্রসঙ্গে মুখ খোলেন আমির (Aamir Khan)। তিনি বলেন, এই ডিভোর্স তাঁদের জীবনে কোনো রকম প্রভাব তো ফেলেইনি, উলটে জীবনটা অন্য রকম ভাবে দেখতে শিখিয়েছে। স্বামী স্ত্রী হিসেবে তাঁরা আলাদা হয়ে গিয়েছেন ঠিকই, তবে আগের মতোই বন্ধু রয়েছেন। তাঁদের মধ্যেকার আন্তরিক যোগাযোগ এখনো একই রকম রয়েছে বলে জানান আমির (Aamir Khan)।

আরো পড়ুন : শরীরচর্চার ফাঁকেই প্রেমের ইস্তাহার, নিজের জিম প্রশিক্ষককেই বিয়ে করেছেন এই তারকারা

বিচ্ছেদের পর কেমন আছেন কিরণ: অন্যদিকে কিরণ বলেন, আমিরের (Aamir Khan) সঙ্গে ডিভোর্সের পর থেকে খুবই ভালো আছেন তিনি। তাঁর কাছে এই ডিভোর্স খুশির। কারণ তাঁর মতে, সময় এগোনোর সঙ্গে সঙ্গে সম্পর্ক বদলে যেতে থাকে। মানুষ বদলায়, আর তার প্রভাব পড়ে সম্পর্কের উপরে। তিনি আরো জানান, আমিরের সঙ্গে যে তাঁর পছন্দের কত তফাৎ তা তিনি পরে বুঝতে পেরেছিলেন। যদিও তাঁদের বন্ধুত্বে কোনো প্রভাব পড়েনি আর পড়বেও না বলে মন্তব্য করেন কিরণ।

আরো পড়ুন : আর নেই চিন্তা, এবার সরকারের টাকায় কেনা যাবে বিরল রোগের ওষুধ! বড় পদক্ষেপ কেন্দ্রের

প্রসঙ্গত, ২০০২ সালে রীনার সঙ্গে ডিভোর্সের পর ২০০৫ সালে কিরণকে বিয়ে করেন আমির। গুঞ্জন শোনা যায়, কিরণের জন্যই নাকি সংসার ভাঙে অভিনেতার। কিন্তু সম্প্রতি এ বিষয়ে ভুল ভাঙান আমিরের দ্বিতীয় প্রাক্তন স্ত্রী। তিনি জানান, রীনার সঙ্গে বিচ্ছেদের অনেক পরে তাঁদের সম্পর্ক শুরু হয়। ‘লগান’ নয়, বরং আমিরের ‘মঙ্গল পাণ্ডে’ ছবির সময় থেকে কাছাকাছি আসেন তাঁরা। তবে কিরণের মতোই প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হলেও এখনো বন্ধুত্ব, যোগাযোগ রয়েছে আমিরের।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর