কেরিয়ার শেষ হতে দেবেন না, ‘লাল সিং চাড্ডা’ ফ্লপের ধাক্কা সামলে দুটো বিগ বাজেট ছবি নিয়ে ফিরছেন আমির

বাংলাহান্ট ডেস্ক: পরপর দু দুটো ছবি ফ্লপের সম্মুখীন হয়েছেন আমির খান (Aamir Khan)। প্রথমে ‘ঠাগস অফ হিন্দুস্তান’ আর তারপর ‘লাল সিং চাড্ডা’ (Laal Singh Chaddha)। দুটিই বিগ বাজেট ছবি ছিল। প্রথমটা দুর্বল চিত্রনাট‍্যের কারণে ডুবে যায় আর দ্বিতীয়টি শিকার হয় বলিউডের বয়কট সংষ্কৃতির। যদিও দর্শকদের অনেকেই দাবি করেছেন, প্রত‍্যাশা পূরণ করতে পারেনি লাল সিং চাড্ডা।

হলিউডের ক্লাসিক ছবি ‘ফরেস্ট গাম্প’ এর হিন্দি রিমেক লাল সিং চাড্ডা। বানাতে খরচ হয়েছে মোট ১৮০ কোটি টাকা। ভারতের বিভিন্ন স্থানে তো বটেই, বিদেশেও শুটিং করেছেন আমির অ্যান্ড কোং। কিন্তু টাকা, শ্রম সব জলে গিয়েছে টিমের। লাভ তো দূরের কথা, বাজেটের অর্ধেকও ওঠেনি বক্স অফিসে।

Aamir khan 1
লাল সিং চাড্ডার হাত ধরেই বলিউডে বয়কট ট্রেন্ড শুরু হয় নতুন করে। আমির এবং করিনার পুরনো মন্তব‍্যগুলি টেনে এনে হিন্দুবিরোধী এবং ভারতবিরোধী বলে অভিযোগ ওঠে। নায়ক নায়িকা পরে ক্ষমা চেয়ে দর্শকদের ছবিটা দেখতে বললেও ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। লাল সিং চাড্ডার পরিণতি দেখে আমির নাকি ভেঙে পড়েছেন। নিজেকে গৃহবন্দি করে নিয়েছেন তিনি।

কিন্তু বলিউডের অন্দরের খবর অন‍্যকিছু বলছে। শোনা যাচ্ছে, ক্ষতির ধাক্কা সামলে নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন আমির। দুটো নতুন ছবি রয়েছেন তাঁর ঝুলিতে। ‘ধুম’ ফ্র‍্যাঞ্চাইজের আসন্ন একটি ছবিতে প্রযোজনা এবং অভিনয় দুটোই করতে চলেছেন তিনি।

এছাড়াও আরো একটি ছবি রয়েছে আমিরের হাতে। সেই ছবিটি অবশ‍্য তিনি প্রযোজনা করবেন না। তবে সবটাই এখনো জল্পনার পর্যায়ে রয়েছে। এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষনা করেননি আমির। অন‍্যদিকে টি সিরিজের প্রতিষ্ঠাতা গুলশন কুমারের বায়োপিক ‘মুঘল’এর শুটিং আপাতত বন্ধ রয়েছে।

পরিচালক সুভাষ কাপুরের এই ছবিতে অভিনয় করার কথা ছিল আমির খানের। কিন্তু লাল সিং চাড্ডার অবস্থা দেখে আর এগোতে সাহস করছেন না কেউ। আপাতত আমির কাজ থেকে বিরতি নিয়েছেন কিছুদিনের জন‍্য। মাস খানেক পর আবার কাজ শুরু করবেন তিনি।

Niranjana Nag

সম্পর্কিত খবর