নিজের মেয়ের বয়সী অভিনেত্রীই হচ্ছেন তৃতীয় বিবি! আমিরের নিকাহ নিয়ে তোড়জোড় বলিউডে

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের চর্চিত জুটি আমির খান (Aamir Khan) এবং ফতিমা সানা শেখ (Fatima Sana Sheikh)। অনস্ক্রিন মেয়ের সঙ্গেই অভিনেতার প্রেমের চর্চা এক সময়ে ইন্ডাস্ট্রিতে সাড়া ফেলে দিয়েছিল। এমনকি এও শোনা গিয়েছিল, দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পর তৃতীয় স্ত্রী হিসেবে ফতিমাকেই বেছে নেবেন। এবার সেই গুঞ্জনে শিলমোহর দিলেন বলিউড অভিনেতা কামাল আর খান।

বলিউডে যেখানেই গসিপ, যেখানেই বিতর্ক সেখানেই কেআরকে। এই অভিনেতা তথা স্বঘোষিত ফিল্ম সমালোচক বিভিন্ন বিষয় নিয়ে নিজের মতামত ব্যক্ত করে থাকেন। বেশিরভাগ সময়েই অভিনেতা অভিনেত্রীদের কটাক্ষ করে বা অপমান করেই করা হয় মন্তব্য। আর তা মোড় নেয় বিতর্কে। এবার তাঁর নিশানায় আমির খান।

আমির খান,ফতিমা সানা শেখ,বলিউড,বিয়ে,সম্পর্ক,কামাল আর খান,aamir khan,fatima sana sheikh,bollywood,marriage,relation,kamal r khan,Bangla,Bengali,Bengali News,Bangla Khobor,Bengali Khobor

সম্প্রতি একটি টুইট করেছেন কেআরকে। তিনি লিখেছেন, ‘ব্রেকিং নিউজ: নিজের মেয়ের বয়সী ফতিমা সানা শেখের সঙ্গে খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন আমির খান। তাঁদের ছবি ‘দঙ্গল’ এর সময় থেকেই সানার সঙ্গে প্রেম করছেন আমির’।

আসলে আমির এবং ফতিমার চর্চিত সম্পর্ক নতুন করে লাইমলাইটে উঠে আসার পেছনে কারণ রয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দুজনকে একসঙ্গে পিকলবল খেলতে দেখা গিয়েছিল। তাঁদের মধ্যেকার রসায়নই বলে দিচ্ছিল যে একে অপরের সঙ্গে কতটা সহজ তাঁরা। এর মাঝেই কেআরকের টুইট আরোই ইন্ধন দেয় জল্পনার আগুনে।

প্রসঙ্গত, বছর দুই আগে আমিরের বিবাহ বিচ্ছেদের পরেই চর্চায় উঠে এসেছিল ফতিমার নাম। শোনা গিয়েছিল, নিজের সহ অভিনেত্রীর সঙ্গেই নাকি তৃতীয় বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। এমনকি আমিরের বিচ্ছেদের পর ফতিমার সঙ্গে তাঁর কয়েকটি এডিটেড ছবিও ভাইরাল হয়ে গিয়েছিল নেটমাধ্যমে। বলিপাড়ায় গুঞ্জন শোনা গিয়েছিল, ‘লাল সিং চাড্ডা’র মুক্তির পরেই তৃতীয় বিয়ের ঘোষনা করবেন আমির। কারণ তিনি চান না তাঁর ব‍্যক্তিগত জীবনের খবর ছবির উপর থেকে সমস্ত লাইমলাইট কেড়ে নিক।

কিন্তু বিষয়টা নিয়ে কোনো মন্তব্য করেননি আমির এবং ফতিমা। ইরার বাগদান অনুষ্ঠানেও গিয়েছিলেন তিনি। আমির কন্যার সঙ্গে বেশ ভালোই সম্পর্ক ফতিমার। এমনকি ইরার জন্মদিনের অনুষ্ঠানেও গিয়েছিলেন তিনি। ফতিমাকে জড়িয়ে ধরে ছবিও তুলেছিলেন ইরা। কিন্তু বাবার সঙ্গে ফতিমার বিয়ের গুঞ্জন নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি।