বাংলাহান্ট ডেস্ক: ‘মিস্টার পারফেকশনিস্ট’ পারফেকশন এখন প্রশ্নের মুখে। ‘লাল সিং চাড্ডা’র (Laal Singh Chaddha) ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে আমির খানকে (Aamir Khan)। দীর্ঘ প্রতীক্ষার পর ছবির প্রথম ঝলক দেখে মোটেই খুশি নন নেটনাগরিকরা। প্রশংসার থেকে ট্রোলের শিকার বেশি হচ্ছেন অভিনেতা।
আমিরের বিরুদ্ধে অভিযোগ একটা নয়, একাধিক। একে তো হলিউডের ক্লাসিক ছবি ‘ফরেস্ট গাম্প’ এর হিন্দি রিমেক ‘লাল সিং চাড্ডা’। কিন্তু ট্রেলার দেখেই নেটিজেনরা বলছেন, রিমেক না বলে বরং ‘ব্যর্থ’ রিমেক বলা ভাল। আসল ছবিটির ধারেকাছেও যেতে পারেননি আমির।
দ্বিতীয়ত, আমিরের অভিনয়, এক্সপ্রেশন বিরক্তির কারণ হয়েছে নেটনাগরিকদের একটা বড় অংশের। যারা ‘পিকে’ দেখেছেন তাদের মধ্যে অনেকেই পিকের সঙ্গে লাল সিং এর এক্সপ্রেশন এর মিল পেয়েছেন। সব ছবিতে একই এক্সপ্রেশন কেন দিচ্ছেন আমির?
অনেকের আবার অভিযোগ, বিশেষ ভাবে সক্ষম শিশুদের বলিউড ‘বোকা’র মতো দেখায়। হিন্দি ইন্ডাস্ট্রি কবে বুঝবে যে কেউ বিশেষ ভাবে সক্ষম হওয়া মানেই যে সে নির্বোধ এমনটা নয়?
অনেকে আমির ও করিনা কাপুর খানের পুরনো মন্তব্য টেনে এনেও ছবি বয়কটের ডাক দিয়েছেন। আমির একবার বলেছিলেন, শিবলিঙ্গে দুধ ঢেলে নষ্ট না করে বরং ওই টাকায় দরিদ্র শিশুদের খাওয়ানো উচিত। ২০২০ তে যখন বলিউডের বিরুদ্ধে বিক্ষোভের ঢেউ উঠেছে দেশজুড়ে, তখন করিনা বলেছিলেন পছন্দ না হলে ছবি দেখবেন না। কেউ জোর করবে না।
এখন তাঁদের সেই মন্তব্যগুলি তুলে ধরে পালটা কটাক্ষ ছুঁড়ছেন নেটিজেনরা। টাকা খরচ করে এইসব অভিনেতা অভিনেত্রীদের ছবি না দেখে বরং সেই টাকায় দরিদ্র বাচ্চাদের খাওয়ান, বই পড়ুন। কিন্তু এদের ছবি দেখে দেশটাকে নষ্ট করবেন না, আর্জি নেটিজেনদের।
প্রসঙ্গত, লাল সিং চাড্ডায় আমির ছাড়াও রয়েছেন করিনা কাপুর খান, নাগা চৈতন্য এবং মোনা সিং। পরিচালনার দায়িত্বে রয়েছেন অদ্বৈত চন্দন। আগামী ১১ অগাস্ট মুক্তি পেতে চলেছে লাল সিং চাড্ডা।