বাংলা হান্ট ডেস্ক: সোমবার মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন ২০১৯ এর ভোটগ্রহণ শুরু হয়েছে। প্রবল বৃষ্টিপাতের শুরুর দিকে, প্রথম দিকে ভোটাররা ভোট দেওয়ার জন্য ভোট কেন্দ্রগুলিতে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছিল। ভোটগ্রহণ শুরুর প্রথম দিকেই সেলিব্রিটির মধ্যে সকাল-সকাল উপস্থিত ছিলেন পদ্মিনী কোলাপুরি,রবি কিসন, শুভা কোটে। ইতিমধ্য়েই চলচ্চিত্র নির্মাতা কিরণ রাও এবং স্বামী আমির খান, তারাও তাদের ভোট দেওয়ার জন্য এসেছিলেন।
https://www.instagram.com/p/B33pyUBCHpJ/?utm_source=ig_web_copy_link
অস্কার বিজয়ী গীতিকার ও কবি গুলজার সাহেব ভোট নিয়ে নাগরিক সচেতনতা বাড়ানোর জন্য় একটি গুরুত্বপুর্ন কথা জানালেন। প্রবীন নাগরিকের মধ্য়ে যারা এবার ভোট দিচ্ছেন না, তারা ভোটের পর কোনও অভিযোগ করার অধিকার রাখেন না। পদ্মিনী কোলাপুরি তার ভক্তদের উদ্দেশে জানালেন, ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরো উন্নতি করার জন্য ভোট দেওয়াটা খুবই গুরুত্বপুর্ন বিষয়। সেলিব্রিটি কাপেল মহেশ ভুপতি ও লারা দত্ত, ওদিকে সানি লিওন সবাই সকাল-সকাল ভোট সারলেন। ভোট সবাই দিয়েছেন কিনা জানতে চাইলেন মাধুরী দীক্ষিত। ভোট দিয়ে নিজের ছবি পোস্ট করলেন সোস্যাল মিডিয়া সাইটে।
https://www.instagram.com/p/B33vVQ1Caq1/?utm_source=ig_web_copy_link
Have you voted? #MaharashtraAssemblyPolls pic.twitter.com/Oc6bFPImql
— Madhuri Dixit Nene (@MadhuriDixit) October 21, 2019
একইভাবে এদিন নিজের ভোট দানের পথে থেকে একটি ভিডিও শেয়ার করেন অভিনেত্রী প্রীতি জিন্টা। তিনি জানান মুম্বইয়ের আস তাঁর নাগরিকদের প্রয়োজন। তাই ঘরে না থেকে সকলেই যথা সময় বেড়িয়ে এসে নিজেদের ভোট দিন। নাগরিক হিসেবে এটাই প্রধান কর্তব্য।
https://twitter.com/realpreityzinta/status/1186168626404970497?s=19
যাই হোক, সকাল ৭ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এই ভোটগ্রহণ চলবে। মহারাষ্ট্রেরাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী থেকে তিন লক্ষেরও বেশি কর্মী মোতায়েন নিয়ে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।