বাংলা হান্ট ডেস্কঃ বড় ধাক্কা খেলেন বিহারের (Bihar) মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) ইঙ্গিত বর্তমানে নীতীশ কুমারের পাশাপাশি বিরোধী জোটকেও বেশ অস্বস্তিতে ফেললো বলেই মত বিশেষজ্ঞদের। নেপথ্যে কারণ কি?
সামনেই লোকসভা নির্বাচন আর তার আগে কেন্দ্র থেকে বিজেপি সরকারকে উৎখাত করতে মরিয়া বিরোধী দলগুলি। এক্ষেত্রে অতীতে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অখিলেশ এবং তেজস্বী যাদবদের মুখে বিরোধী জোটের কথা শোনা গিয়েছে। সম্প্রতি, বিহারে বিজেপির সঙ্গ ত্যাগ করে কংগ্রেস এবং আরজেডির হাত ধরে ক্ষমতায় বসেছেন নীতীশ। এরপর থেকেই বিহার অতিক্রম করে দেশের রাজনীতিতে উঠে আসতে মরিয়া জেডিইউ প্রধান।
সূত্রের খবর, লোকসভা নির্বাচনে বিরোধীদের প্রধান মুখ হিসেবে উঠে আসতে মরিয়া নীতীশ উত্তরপ্রদেশে প্রধানমন্ত্রীর নিকটবর্তী কেন্দ্র থেকে লড়তে চলেছেন। তবে এই পরিস্থিতিতে নীতীশকে বড়সড় ধাক্কা দিয়ে এক বিশেষ ইঙ্গিত দিলেন দিল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
উল্লেখ্য, অতীতে একাধিক সময় অরবিন্দ কেজরিওয়াল বিরোধী জোট প্রসঙ্গে নিরাশার কথাই শোনান। সেই ধারা বজায় রেখে আম আদমি পার্টির জনপ্রতিনিধিদের নিয়ে প্রথম জাতীয় সম্মেলনে কেজরিওয়াল বলেন, “জোটের ভাষা আমি বুঝিনা। কে কোন জোটে থাকবে, তা বলা মুশকিল। আমি মনে করি, দেশের জনগণের সঙ্গে জোট থাকলে যেকোনো সরকারকে উৎখাত করা সম্ভব। আমাদের ১৩০ কোটি মানুষের সঙ্গে জোট গড়ে তুলতে হবে।”
সম্প্রতি, কংগ্রেস এবং বিরোধী জোট প্রসঙ্গে আপ প্রধান বলেছিলেন, “যারা জোট প্রসঙ্গে ভাবছে, তাদের ভাবতে দিন। আমরা এই প্রসঙ্গে তেমন ভাবছি না।” সেই ধারা বজায় রেখে এদিন কেজরিওয়াল বলেন, “দেশের জনগণকে বিনামূল্যে সুবিধা প্রদান করার পাশাপাশি তাদের সকলের জন্য কর্মসংস্থানের ব্যবস্থাও করা প্রয়োজন।” একইসঙ্গে এদিন বিজেপি সরকারের বিরুদ্ধেও আক্রমণ শানাতে দেখা যায় কেজরিওয়ালকে।
তিনি বলেন, “আমাদের নেতা মনীশ সিসৌদিয়া এবং সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে যেভাবে গুরুতর অভিযোগ তোলা হচ্ছে, তা অনুচিত। ওরা অত্যন্ত সৎ। তবে আমাদের দলকে অস্বস্তিতে ফেলার জন্যই এসব চক্রান্ত করা হয়ে চলেছে।” তিনি আরো বলেন, “বিজেপি বিরোধী দলের বিধায়কদের কেনার জন্য তৎপর হয়ে উঠেছে। আমাদের এর বিরুদ্ধে লড়াই করতে হবে। জনগণের সুবিধার কথা চিন্তা করাই আমাদের প্রধান লক্ষ্য।” তবে বিজেপিকে আক্রমণ করার পাশাপাশি এদিন অরবিন্দ কেজরিওয়ালের ইঙ্গিত বিরোধী জোট এবং নীতীশ কুমারকে বড় ধাক্কা দিল বলেই মত বিশেষজ্ঞদের।
আবার অপরদিকে, আপ প্রধানকে কটাক্ষ করে বিজেপি নেতা প্রেম শুক্লা বলেন, “২০১৪ সাল থেকেই বিজেপিকে পরাজিত করার স্বপ্ন দেখে চলেছেন কেজরিওয়াল। তবে বর্তমানে পরিসংখ্যান তাদের সেই স্বপ্নকে বাস্তবায়িত করে না। বর্তমানে আমরা যখন গোটা দেশে একক বৃহত্তম দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছি, সেই মুহূর্তে দিল্লি এবং পাঞ্জাব ছাড়া ওরা আর কোথাও নেই। ফলে উনি যে দাবি করে চলেছেন, দেশের জনগণ তা মানবে না।”