বাংলা হান্ট ডেস্কঃ দিল্লী হিংসা (Delhi Violence) নিয়ে AAP বিধায়ক আমানতুল্লাহ খান (Amanatullah Khan) একটি বিতর্কিত বয়ান দেন। উনি বলেন, ‘যদি পক্ষপাত হয়, যদি মুসলিমদের নজরআন্দাজ করা হয়, যদি মুসলিমদের দাঙ্গাবাদ বানানো হয়, তাহলে দেশে দাঙ্গা হতেই থাকবে।”
এর আগে আমানতুল্লাহ খান দল থেকে বহিষ্কৃত কাউন্সিলর তাহিস হুসেইনের পক্ষ নেন। আমানতুল্লাহ খান একটি ট্যুইট করে লেখেন, আজ তাহির হুসেইন মুসলিম বলেই সাজার ভাগিদার হয়েছে। আজ ভারতে সবথেকে বড় দোষ হল মুসলিম হওয়া, এটাও হতে পারে যে, আগামী দিনে প্রমাণ করা দেওয়া হবে তাহির হুসেইন গোটা দিল্লীতে দাঙ্গা ছড়িয়েছিল।”
আপনাদের জানিয়ে দিই, তাহির হুসেইনকে সাত দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। তাহির হুসেইনের বিরুদ্ধে আইবি অফিসার অঙ্কিত শর্মার হত্যার অভিযোগ আছে। এছাড়াও চাঁদবাগ এলাকায় মানুষজন জানিয়েছিল যে, দিল্লীর হিংসা তাহির হুসেইনের বাড়ি থেকেই অপারেট করা হচ্ছিল।
এর আগে আমানতুল্লাহ খান তাহির হুসেইনের সমর্থনে ট্যুইট করে লিখেছিলেন, ‘তাহির নির্দোষ। বিজেপি নিজেদের নেতাদের বাঁচানোর জন্য আর আম আদমি পার্টিকে বদনাম করার জন্য তাহির হুসেইনকে মিথ্যে মামলায় ফাঁসিয়েছে।”