মোদীরাজ্যে বিধানসভা নির্বাচনে লড়ার ঘোষণা কেজরীবালের, সব আসনে থাকবে AAP প্রার্থী

বাংলা হান্ট ডেস্কঃ দিল্লিতে বিধানসভা নির্বাচনে ফের একবার বড় জয় পেয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। দিল্লিতে কঠিন প্রয়াস করার পরেও তেমনভাবে সফলতা লাভ করতে পারেনি বিজেপি। যদিও ২০১৯ এর লোকসভা নির্বাচনে দিল্লিতে দুর্দান্ত ফল করেছিল তারা। কিন্তু বিধানসভা নির্বাচনে ফের একবার জয়যাত্রা রুখে দেন কেজরিওয়াল। নির্বাচনে প্রায় ৫৩.৫৭ শতাংশ ভোট লাভ করে ৬২ টি আসন দখল করে আপ। তবে এবার প্রধানমন্ত্রীর ঘরেই থাকে কিস্তিমাত করতে রণনীতি সাজাবেন কেজরিওয়াল। গুজরাট সফরে গিয়ে তিনি জানালেন এবার ২০২২ সালের বিধানসভা নির্বাচনে গুজরাটে ১৮২টি আসনে প্রার্থী দেবে আম আদমি পার্টি। নির্বাচনের আগে আজ একদিনের গুজরাট সফরে বিমানবন্দর থেকে সোজাসুজি সার্কিট হাউসের পৌঁছান অরবিন্দ কেজরিওয়াল।

সেখানেই সাংবাদিক সম্মেলনে তিনি জানান, ২০২২ সালের আসন্ন নির্বাচনে গুজরাটের সমস্ত আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে আমাদের পার্টি। ইতিমধ্যেই তার জন্য প্রস্তুতি শুরু করেছেন দলের কর্মীরা। কেজরিওয়াল আরও বলেন, “গুজরাটের মানুষ ভাবছেন দিল্লিতে যদি জল, বিদ্যুৎ এবং হাসপাতালের ব্যবস্থা ভালো হতে পারে এখানে কেন হবেনা? আমি এখানকার সমস্ত মানুষকে আশ্বস্ত করতে চাই আম আদমি পার্টি সরকার গঠন করলে গুজরাটের পরিস্থিতি বদলাবে। বিগত সত্তর বছরে উন্নতি না হলেও আগামী দিনে পরিস্থিতি বদলাবে।”

গুজরাটে বিজেপির সঙ্গে আম আদমি পার্টির এই লড়াই যে রীতিমতো তাৎপর্যপূর্ণ হতে চলেছে তা নিয়ে কোন সন্দেহ নেই। মনে রাখতে হবে, গুজরাট থেকেই প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছিলেন নরেন্দ্র মোদি। তার গুজরাট মডেল আকৃষ্ট করেছিল সারা দেশকে। আর সেই গুজরাট থেকেই বিজেপি সরকারের বিরুদ্ধে যেভাবে হুংকার তুললেন কেজরিওয়াল আগামী দিনে ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। অনেক ক্ষেত্রে এমনটা মনে করা হচ্ছে যে, আগামী ২০২৪ নির্বাচনে বিজেপির মূল প্রতিদ্বন্দী হতে পারে আঞ্চলিক দলের মহাজোট।

arvindkejriwal

সেই ক্ষেত্রে আঞ্চলিক দলগুলি নিজেদের আরো বেশি বিস্তৃত করতে স্বাভাবিকভাবেই বদ্ধপরিকর। আর সেই কারণেই আম আদমি পার্টির প্রধান অরবিন্দর সিদ্ধান্ত আরো তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে রাজনৈতিক মহলের কাছে।

প্রসঙ্গত উল্লেখ্য শেষ ছয় মাসের মধ্যে এটি অরবিন্দ কেজরিওয়ালের দ্বিতীয় গুজরাট সফর। এর আগে সুরাট পৌঁছেছিলেন তিনি। সুরাটে পৌর কর্পোরেশনের নির্বাচনে প্রধান বিরোধী দল হিসেবে উঠে এসেছিল আম আদমি পার্টি। আর তারই কেজরিওয়ালের আশা আগামী দিনে গুজরাটের বিধানসভা নির্বাচনেও ভালো ফল করবে আম আদমি পার্টি।

Abhirup Das

সম্পর্কিত খবর