৩৭০ বাতিল নিয়ে মন্তব্য করে নেটিজেনদের রোষে র মুখে পরলেন আতিফ আসলাম

 

   

 

বাংলা হান্ট ডেস্ক: ভারতবাসীর প্রিয় গায়ক দের মধ্যে অন্যতম আতিফ আসলাম।পাকিস্তানের গায়ক হওয়া সত্ত্বেও বলিউডের একাধিক ছবিতে গান গেয়েছেন আতিফ আসলাম। বলিউডে ‘জহের’ ছবিতে প্রথম গান গেয়েছিলেন আতিফ। তারপর একের পর এক ছবিতে গান গেয়েছেন এই পাক গায়ক, ভারতবাসী দের কাছ থেকে ভালোবাসাও ভরপুর পেয়েছে এই গায়ক।

 

সম্প্রতি,জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ করেছে ভারত সরকার।এই সিদ্ধান্ত নিয়ে রাজনীতি থেকে সিনেমা জগতের অনেকে মুখ খুলেছে।কেউ এর সমর্থনে তো কেউ বিরুদ্ধে। এবার ভারত সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খুললেন পাক গায়ক আতিফ আসলাম। তিনি দাবি করেছেন, কাশ্মিরীদের উপর অত্যাচার ও স্বৈরশাসন চালানো হচ্ছে।

 

নিজের সোশ্যাল মিডিয়ায়, টুইটার হ্যান্ডেলে আতিফ লিখেছেন, ” সকলের সঙ্গে কিছু কথা ভাগ করে নিতে চাইছি। ইনশাআল্লাহ, আমি আমার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যাত্রার জন্য বের হচ্ছি। হজযাত্রার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে আমি আমার ভক্ত, পরিবার ও বন্ধুদের কাছে ক্ষমা চেয়ে নিতে চাইছি। যদি আমি কারোর ভাবাবেগে আঘাত করে থাকি, তাহলেও ক্ষমা চেয়ে নিতে চাই। পাশাপাশি কাশ্মিরীদের উপর যে অত্যাচার ও স্বৈরশাসন চালানো হচ্ছে তার আমি তীব্র নিন্দা করছি। আল্লাহ নিরাপরাধ কাশ্মীরিদের মঙ্গল করুন।”

 

কিন্তু এই বক্তব্য রেখে সমস্যায় পরলেন এই পাক গায়ক।ভারতীয় নেটিজেন দের রোষ দৃষ্টিতে পরেন তিনি।কাশ্মীরকে নিয়ে ভারত সরকারের এই সিদ্ধান্ত আতিফকে নেতিবাচক দৃষ্টিভঙ্গীতে নেওয়ার পরমর্শ দিয়েছেন তাঁরই এক ভক্ত। পাক গায়কের উদ্দেশে তিনি লিখেছেন, ”দয়া করে কোনও অপপ্রচারে কান দেবেন না। কাশ্মিরীদের সুন্দর ভবিষ্যতের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওরা ভারতীয়। ওরা আমাদের। ওদের সুরিক্ষিত রাখা হয়েছে। এবার তাঁদের কাশ্মীরকে হারানোর ভয়ে কাঁদতে দিন যাঁরা শুধুই কাশ্মীরের ভূখণ্ড ও সম্পদ হাতানোর ফন্দি করছিল। কাশ্মীরিদের জন্য তাঁদের কোনও চিন্তা নেই। ”

সম্পর্কিত খবর