শ‍্যালকের ছবিতে পার্শ্বচরিত্র আর না, সাফল‍্য পেয়েই ভোলবদল সলমন-ভগ্নীপতি আয়ুষের!

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের মতো ইন্ডাস্ট্রিতে দ্বিতীয় ছবিতেই সাফল‍্য পাওয়া চাট্টিখানি কথা নয়। তার থেকেও বড় ব‍্যাপার সলমন খানের (salman khan) মতো একজন সুপারস্টারের সঙ্গে অভিনয় করা। কিন্তু দুটোই পেয়েছেন আয়ুষ শর্মা (aayush sharma)। তার নেপথ‍্যে অন‍্যতম কারণ, তিনি সলমনের ভগ্নীপতি। অবশ‍্য কেরিয়ারের দ্বিতীয় ছবি ‘অন্তিম: দ‍্য ফাইনাল ট্রুথ’এ বেশ প্রশংসিত হয়েছে আয়ুষের অভিনয়।

তাঁর প্রথম ছবিও সলমনেরই প্রযোজনায়, ‘লভযাত্রি’। কিন্তু একেবারেই ব‍্যবসা করতে পারেনি ছবিটি। দ্বিতীয় ছবিতে শ‍্যালক সলমনের সঙ্গে অভিনয় করেই ছক্কা! সাফল‍্যের চূড়ায় উঠে গিয়েছেন আয়ুষ। আর সাফল‍্য পেয়েই রূপ বদলে ফেলেছেন তিনি। সলমনের ছবিতে আর পার্শ্বচরিত্রে অভিনয় করতে রাজি নন আয়ুষ।

salman aayush001
সম্প্রতি খবর মিলেছিল, ফের সলমন আয়ুষ জুটিকে দেখা যাবে ‘কভি ইদ কভি দিওয়ালি’ ছবিতে। কিন্তু বেঁকে বসেছেন আয়ুষ। বলিউডি সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, আর পার্শ্ব চরিত্রে অভিনয় করতে রাজি নন তিনি। অন্তিমের পর রাতারাতি সাফল‍্য পেতেই মন বদলে ফেলেছেন আয়ুষ। এখন আর বড় ছবিতে ছোট ছোট চরিত্র নিতে পক্ষপাতী নন তিনি।

এতে অবশ‍্য ভাইজানকে পাশেই পেয়েছেন আয়ুষ। সলমনের মতেও তাঁর আর ছোট চরিত্র করে লাভ নেই। কভি ইদ কভি দিওয়ালি ছবিতেও আয়ুষের চরিত্রটি তেমন জোরালো নয়। সলমনের ভাইয়ের চরিত্র আয়ুষকে দেওয়ার কথা মূলত ভাইজানকে ঘিরেই আবর্তিত হবে ছবির গল্প। আর নিজের ভগ্নীপতির তো খারাপ চাইতে পারেন না সলমন! তাই এই সিদ্ধান্ত।

এর আগে এক সাক্ষাৎকারে সমালোচনার বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন আয়ুষ। তিনি বলেছিলেন, “আমার এখনো মনে আছে, যখন আমার প্রথম ছবি মুক্তি পেল একটি বড় সংবাদপত্র লিখেছিল, ‘এরপর যদি অর্পিতা খান একটি কুকুরকেও বলিউডে লঞ্চ করতে চান তবে সলমনের সেটাও করা উচিত।’ আমার মনে হয়েছিল, ছবি সবার সামনে রয়েছে। সবাই নিজের মতামত প্রকাশ করতেই পারে। কিন্তু এর মধ‍্যে আমার স্ত্রীকে টেনে আনা কেন, আমি বুঝি না।”


Niranjana Nag

সম্পর্কিত খবর