অন‍্যের বিয়েবাড়িই খাচ্ছেন, নিজে কবে করবেন? সলমনের সিক্রেট ফাঁস করলেন ভগ্নীপতি আয়ুষ

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের বিয়ের মরশুম শুরু হয়ে গিয়েছে। দীর্ঘ প্রেমের পর মনের মানুষের হাত ধরে বিয়ের পিঁড়িতে বসে পড়ছেন অভিনেতা অভিনেত্রীরা। কিন্তু একজনেরই নাম নেই এই তালিকায়, তিনি সলমন খান (salman khan)। একের পর এক বিয়ের মরশুম যাচ্ছে, কিন্তু সুখবর দেওয়ার নামই নেই তাঁর। আদৌ বিয়ে করবেন তো ভাইজান? সে খবর এবার ফাঁস করলেন ভগ্নীপতি আয়ুষ শর্মা (aayush sharma)।

সলমনের সমস্ত হাঁড়ির খবর থাকে তাঁর কাছে। আগেই জানিয়েছিলেন, একদিন অন্তর অন্তর ভাইজানের বাড়িতে গিয়ে আড্ডা মেরে আসেন তিনি। তাই অভিনেতা কখন কী করছেন না করছেন সব খবরই থাকে তাঁর কাছে। সম্প্রতি নিজেদের নতুন ছবি ‘অন্তিম’ এর প্রচারে একটি শোতে এসেছিলেন সলমন আয়ুষ। সেখানেই তিনি উত্তর দেন সবথেকে প্রতীক্ষিত প্রশ্নের। কবে বিয়ে করছেন সলমন?

salman aayush001
আয়ুষের বক্তব‍্য, তাঁর শ‍্যালক যখন খুব খুশি মনে থাকেন তখনো বিয়ের কথা পর্যন্ত তোলেন না। আসলে এই মুহূর্তে সলমন এতটাই ব‍্যস্ত যে বিয়ের কথা ভাবারও সময় নেই তাঁর। তবে এখনো পর্যন্ত বিয়ে না করতে পেরে তাঁর মনে যে খুব দুঃখ এমনটাও নয়।

সলমনের ব‍্যাপারে আরো একটি গোপন কথা ফাঁস করেছেন আয়ুষ। কয়েকশো কোটি টাকার সম্পত্তির মালিক হলেও অত‍্যন্ত সাধারন ভাবে জীবন যাপন করেন সলমন। এত বড় মানের কোনো তারকা যে এভাবে জীবন যাপন করতে পারেন তা তিনি কখনো ভাবতেও পারেননি বলে জানান আয়ুষ। এমনকি আমজনতার মতোই একটি ফোন দিয়েই তিন চার বছর দিব‍্যি চালিয়ে নেন সলমন। বড়লোকি হাবভাব নেই তাঁর মধ‍্যে।

এর আগে সলমন জানিয়েছিলেন, তিনি হয়তো ভবিষ‍্যতেও বিয়ে করবেন না। তাই তাঁর সমস্ত সম্পত্তি ট্রাস্টের নামে করে দিয়ে যাবেন। যদি বাস্তবিকই ভবিষ‍্যতে কোনোদিন তিনি বিয়ে করে উঠতে না পারেন তবে সব সম্পত্তিই যাবে ট্রাস্টের অনুদানে।

Niranjana Nag

সম্পর্কিত খবর