বাংলা হান্ট নিউজ ডেস্ক: বলা হয়ে থাকে যে কিছু রেকর্ড তৈরি হয় ভাঙার জন্য। কিন্তু কিছু কিছু এমন রেকর্ডও আছে যা ছোঁয়া কঠিন। ১৮ ই জানুয়ারী ২০১৫ তে এমনই একটি রেকর্ড ভেঙেছিল। আজ থেকে ৭ বছর আগে একদিনের ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি করেছিলেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এবি ডিভিলিয়ার্স, যে রেকর্ড আজ পর্যন্ত অক্ষত রয়েছে। ভেঙেছিলেন কোরি অ্যান্ডারসনের রেকর্ড। কিন্তু এবির এই রেকর্ডের কাছাকাছি যাওয়া সত্যিই কঠিন। দেশের মাটিতে জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচে এই রেকর্ড গড়েন এবি ডিভিলিয়ার্স।
ওয়েস্ট ইন্ডিজ দল ২০১৫ সালে বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকা সফর করে। সিরিজের দ্বিতীয় ওয়ান ডেতে এই দুর্দান্ত পারফরম্যান্সটি করেছিলেন মিস্টার ৩৬০। এই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৫০ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৩৯ রান তুলেছিল। এবি তার মধ্যে মাত্র ৪৪ বল খেলে ১৪৯ রান করেন, যার মধ্যে ১৬ টি ছক্কা এবং ৯ টি চারও সামিল ছিল। মানে ৪৪ বলের মধ্যে ২৫ টি বলে তিনি মোট ১৩২ রান করেন।
এবি ছাড়াও ১৫৩ রানে অপরাজিত ছিলেন দক্ষিণ আফ্রিকার তৎকালীন তারকা ওপেনার হাশিম আমলা। তিনি ১৪২ বলের ইনিংসে ১৪ টি চার মারেন। ওপেনার রিলে রোসোও করেন ১২৮ রান। ওয়ানডেতে প্রথমবারের মতো একই দলের তিনজন ব্যাটসম্যান শতরান করেছিল। জবাবে ওয়েস্ট ইন্ডিজ দল ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৯১ রান করতে পারে। ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ডোয়াইন স্মিথ ৬৪ এবং উইকেট-রক্ষক ব্যাটসম্যান দিনেশ রামদিন ৪০ রানের অবদান রাখেন।
ওয়ান ডে-তে দ্রুততম সেঞ্চুরির কথা বলতে গেলে এবি ডি ভিলিয়ার্সের পরেই রয়েছেন কোরি অ্যান্ডারসন। ডিভিলিয়ার্সের সেই অতিমানবিক ইনিংসের একবছর আগেই ২০১৪ সালের জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজেরই বিরুদ্ধে ৩৬ বলে শতরান করে আফ্রিদির রেকর্ড ভেঙেছিলেন তিনি। ১৯৯৬ সালে নাইরোবিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৭ বলের ওডিআই সেঞ্চুরি করেছিলেন আফ্রিদি। প্রায় ২০ বছরের কাছাকাছি সেই রেকর্ড অক্ষত ছিল।