23 শে মার্চ 2018 তে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন সাউথ আফ্রিকান সুপারস্টার এবি ডি ডিভিলিয়ার্স। তারপর থেকে ডিভিলিয়ার্সের ভক্তদের মন খারাপ হয়ে যায়। তবে এবার ক্রিকেট প্রেমীদের জন্য ফের সুখবর এল। অবসর ভেঙ্গে ফের ক্রিকেটে ফিরতে চলেছে ডিভিলিয়ার্স। সাউথ আফ্রিকা ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে আর মাত্র মাস দুইয়েকের মধ্যেই ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চলেছেন ডিভিলিয়ার্স।
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে ইতিমধ্যেই ডিভিলিয়ার্সকে ফেরানোর ব্যাপারে প্ৰস্তুতি শুরু করে দিয়েছে তারা। মাস দুইয়েকের মধ্যেই তিনি ফের দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে মাঠে নামতে চলেছেন। গত বছর বিশ্বকাপের আগে অবসর ভেঙ্গে ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চেয়ে ছিলেন ডিভিলিয়ার্স কিন্তু সেই সময় তার প্রস্তাব নাকচ করে দিয়েছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। তারপর বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা একেবারেই হতাশাজনক পারফরম্যান্স করেন। সেই কারণে এবার দক্ষিণ আফ্রিকার কোচ বাউচার জানিয়েছেন টিটিয়েন্টি বিশ্বকাপের আগেই ডিভিলিয়ার্সকে দলে ফেরাতে চায় দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড।
ডিভিলিয়ার্স দক্ষিণ আফ্রিকার হয়ে মোট 78 টি টিটিয়েন্টি, 228 টি ওয়ানডে এবং 114 টি টেস্ট ম্যাচ খেলেছেন। এছাড়াও ডিভিলিয়ার্স দীর্ঘদিন ধরে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে আইপিএল খেলছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও আইপিএল খেলে চলেছেন ডিভিলিয়ার্স।