‘টেস্ট ক্রিকেটে দেখা আমার সেরা জুটি”, দুই ভারতীয় ক্রিকেটারের খেলায় মজলেন ডিভিলিয়ার্স

বাংলা হান্ট নিউজ ডেস্ক: এজবাস্টন টেস্ট জিততে পারেনি ভারত। কিন্তু এই ম্যাচে বেশ কয়েকটি স্মরণীয় পারফরম্যান্স ভারতীয় ক্রিকেট ভক্তদের মনে থেকে যাবে। যেমন স্টপ কে ভারতীয় অধিনায়ক যশপ্রীত বুমরার ব্যাট হাতে এক ওভারে গড়া কোন ব্যাটসম্যানের টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি রানের রেকর্ড। পন্থের দুই ইনিংসে শতরান ও অর্ধশতরান করার কীর্তি। পূজারার সুনীল গাভাস্কারের পর প্রথম ভারতীয় ওপেনার হিসেবে বার্মিংহামে অর্ধশতরান করার কীর্তি।

এই সবকিছুর মধ্যেও ভারতীয়দের যে পারফরম্যান্স নিয়ে সকলের সন্তুষ্টি রয়েছে তা হলো রিশভ পন্থ এবং জাদেজার ২২২ রানের জুটি। ভারত যে দীর্ঘক্ষণের জন্য এই ম্যাচে দখল রেখেছিল তার অন্যতম মূল কারণ হলো জাদেজা এবং পন্থের এই দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্স। সাম্প্রতিক ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এমন পার্টনারশিপ খুব কমই দেখা গিয়েছে। দুঃখের ব্যাপার সেই পার্টনারশিপ ভারতকে ম্যাচ জেতাতে পারেনি কিন্তু তার প্রশংসা আদায় করে নিয়েছে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার এবি ডিভিলিয়ার্সের।

ডিভিলিয়ার্স ৪ঠা জুলাই টুইট করে লেখেন, “আমি বাড়িতে না থাকার কারণে এই ম্যাচটা সেভাবে দেখতে পারিনি। এখনই হাইলাইটস দেখা শেষ হল। রিশভ পন্থ ও রবীন্দ্র জাদেজার পাল্টা আক্রমণ এবং দুরন্ত পার্টনারশিপ দেখলাম। টেস্ট ক্রিকেটে দেখা আমার অন্যতম সেরা।”

জাদেজা এবং রিশভ পন্থের ওই পার্টনারশিপের দৌলতে ৪০০-র উপর রান তুলেছিল ভারত। কিন্তু শেষমেশ তাদের পার্টনারশিপকে ছাপিয়ে গিয়েছে চতুর্থ ইনিংসে জো রুট এবং জনি বেয়ারস্টো ২৬৯ রানের দুর্দান্ত ম্যাচ জেতানো জুটি।


Reetabrata Deb

সম্পর্কিত খবর