ভারতকে বিশ্বকাপ জেতার উপায় বলে দিলেন ডিভিলিয়ার্স! সতর্কও করলেন

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সকলেই জানেন যে উপমহাদেশে এবি ডিভিলিয়ার্স (AB de Villiers) কতটা জনপ্রিয়। দীর্ঘদিন ধরে ভারতের (India) মাটিতে আইপিএল (Indian Premier League) খেলেছেন এবি। তার অনন্য ব্যাটিং দক্ষতার জন্য অতি সহজেই তাকে ভালোবেসে ফেলেছে গোটা বিশ্বের মানুষের পাশাপাশি ভারতীয়রাও। ডিভিলিয়ার্সও ভারতকে তার দ্বিতীয় বাসস্থান বলে আখ্যা দিয়েছেন।

আইপিএলই শক্ত করেছে বন্ধন:
একাধিকবার দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন্য ভারতে আসলে মূলত আইপিএলের কারনে ভারতের সঙ্গে তার এত শক্ত সম্পর্ক তৈরি হয়েছে বলে জানিয়েছেন ডিভিলিয়ার্স। তিনি আইপিএলে দুটি ফ্র‍্যাঞ্চাইজির হয়ে ক্রিকেট খেলেছেন। দিল্লির সঙ্গে তার সম্পর্ক খুব গভীর না হলেও রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সঙ্গে তার নাড়ির টান তৈরি হয়ে গিয়েছে।

de villiers ipl

কোহলির বন্ধু:
তিনি এবং বিরাট কোহলি যে অভিনয় বন্ধ সেটা বারংবার উল্লেখ করেছেন দুজনেই। আইপিএলের সৌজন্যে বিশ্বের দুই সেরা ব্যাটারকে একই সঙ্গে মাঠের মধ্যে বোলারদের বিরুদ্ধে তাণ্ডব করতে দেখা গেছে বহুবার। একে অপরের সঙ্গে ব্যাটিং বা সময় কাটানোর রীতিমতো উপভোগ করেন এবি ও বিরাট। তাই এবার বিরাট কোহলির দেশ ভারতের বিশ্বকাপ সম্ভাবনা নিয়ে কথা বলেছেন তিনি।

আরও পড়ুন: আর নেই চিন্তা, বিশ্বকাপের আগে মাঠে ফিরে ছক্কা হাঁকানো শুরু করলেন পন্থ! দেখে নিন ভিডিও

কারা খেলবে সেমিফাইনাল?
নিজের সাম্প্রতিক সময়ে যে বক্তব্য রেখেছেন সেখানে তিনি জানিয়েছেন ভারত নিঃসন্দেহে সেমিফাইনালে উঠবে। ভারতের পাশাপাশি ইংল্যান্ড অস্ট্রেলিয়া এবং নিজের দেশ দক্ষিণ আফ্রিকাকে তিনি এই টুর্নামেন্টের ফেভারিট বলে জানাচ্ছেন এবং জানিয়েছেন যে এই চারটি দেশের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা সবচেয়ে বেশি।

আরও পড়ুন: এই যোগ্য ক্রিকেটারের সাথে বড় অবিচার করলো BCCI! বিশ্বকাপের আগে বড় অবিচার

ভারত কি বিশ্বকাপ জিতবে?
ভারতীয় দল বিশ্বকাপ জিতবে কিনা সেই নিয়ে ভক্তরা আশাবাদী হতে পারছেন না। ঘরের মাটিতে আয়োজিত হলেও ভারতীয় দলে বেশ কিছু দুর্বলতা রয়েছে যা চিন্তায় রাখছে ভক্তদের। তবে ডিভিলিয়ার্স বিশ্বাস করেন যে ভারতের পক্ষে বিশ্বকাপ জেতার সম্ভব। তিনি জানিয়েছেন বিরাট কোহলি যদি নিজের সেরা ছন্দে থাকেন এবং ভারতীয় দল তাকে যোগ্য সঙ্গ দেয় তাহলে ভারতই বিশ্বকাপ তুলবে এই বছর।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর