সমস্ত ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন মিস্টার 360°, আর দেখা যাবে না ডিভিলিয়ার্স ম্যাজিক

বাংলা হান্ট ডেস্কঃ দক্ষিণ আফ্রিকান ক্রিকেটকে তিনি বিদায় জানিয়েছিলেন আগেই, তবে বিশ্বজোড়া বিভিন্ন টি-টোয়েন্টি লীগে চলছিল তার ব্যাটের গর্জন। এবারের আইপিএলেও দেখা গিয়েছিল কোহলি ডিভিলিয়ার্স জুটিকে। কিন্তু এবার চিরতরে থেমে গেল সেই ব্যাটের গর্জন, সমস্ত ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন মিস্টার 360° ডিগ্রি।

সমর্থকদের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় একটি টুইটে তিনি জানান, “এটা একটা অবিশ্বাস্য যাত্রা ছিল, কিন্তু আমি সবধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যখন থেকে আমার বড় ভাইদের সাথে বাড়ির পিছনের উঠোনে খেলা শুরু করেছিলাম, আমি সর্বদা বিশুদ্ধ আনন্দ এবং লাগামহীন উৎসাহের সাথে খেলাটি খেলেছি। এখন এই 37 বছর বয়সে উৎসাহের সেই শিখা আর ততখানি উজ্জ্বলভাবে জলে না!”

একই সঙ্গে সমস্ত ক্রিকেটার এবং সতীর্থদের ধন্যবাদ জানিয়েছেন ডিভিলিয়ার্স। জানিয়ে রাখি সাউথ আফ্রিকার হয়ে এবি ডি ভিলিয়ার্স প্রথমবার মাঠে নেমেছিলেন 2004 সালে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ দিয়ে শুরু হয়েছিল যে যাত্রা তা শেষ হয় 2018 সালে। 14 বছরের এই দীর্ঘ ক্যারিয়ারে বিশ্বের 114 টি টেস্ট 228 টি একদিনের ম্যাচ এবং 78 টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন ডিভিলিয়ার্স। সমস্ত কেরিয়ার মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে 47 টি সেঞ্চুরি এবং দুটি ডাবল সেঞ্চুরি রয়েছে এই ডানহাতি তারকার এছাড়াও রয়েছে 109 টি অর্ধশত রান।

একদিকে যেমন টেস্ট ক্রিকেটে তিনি সংগ্রহ করেছেন 8765 রান, তেমনি ওয়ানডে ক্রিকেটে 9577 এবং টি-টোয়েন্টি ক্রিকেটে 1672 রান সংগ্রহ করেছেন তিনি। এছাড়া আইপিএলেও দেখা গিয়েছে এবিডির অসাধারণ ব্যাটিংয়ের ঝলক। ভারতে মোট 184 টি আইপিএল ম্যাচে 5162 রান সংগ্রহ করেছেন তিনি। রয়েছে তিনটি শতরান এবং চল্লিশটি অর্ধশতরানও। এই ম্যারাথন ক্যারিয়ার শেষে এবার গর্বিত ভাবেই নিজের বুট তুলে রাখলেন এবি ডি ভিলিয়ার্স।

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর