“ভারতে জন্মালে আমি হয়তো জাতীয় দলেই সুযোগ পেতাম না” বললেন এবি ডিভিলিয়ার্স

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় জাতীয় ক্রিকেট দলে জায়গা করে নেওয়া যে কোনও তরুণ ক্রিকেটারের পক্ষে খুবই কঠিন, তা প্রত্যেকেই জানেন। ১৩০ কোটি জনসংখ্যা বিশিষ্ট দেশ থেকে এবং বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশের জাতীয় দলে খেলা সহজ নয়। এবার কোনও সাধারণ মানুষ নন, এমনটা জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার তথা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ তারকা ক্রিকেটার এবি ডিভিলিয়ার্স।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অন্যতম জনপ্রিয় দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পডকাস্টে ডিভিলিয়ার্স একথা বলেছেন। এবি বলেছেন যে তিনি যদি ভারতে জন্মগ্রহণ করতেন তবে তার পক্ষে জাতীয় দলে জায়গা পাওয়া সোজা হতো না। আন্তর্জাতিক ক্রিকেট খেলা তার স্বপ্নই থেকে যাবে। ডিভিলিয়ার্স বলেছিলেন যে ভারতীয় খেলোয়াড়দের যারা দলে সুযোগ পান তারা যথেষ্ট সম্মানের যোগ্য। কারণ ভারতীয় দলে জায়গা করা সহজ নয়।

Team India 1720x900 1

ডিভিলিয়ার্স বলেছেন যে আমি গত ১৫ বছর ধরে আইপিএল ক্রিকেট খেলেছি। ভারতীয় দর্শক এবং ভারতীয়দের কাজ করার পদ্ধতির অভিজ্ঞতা থেকে আমি এই কথা বলতে পারি। আমার জন্ম ভারতে হলে হয়তো জাতীয় দলে খেলতাম না কে জানে। ভারতীয় দলে জায়গা পাওয়া খুবই কঠিন কাজ। এর জন্য আপনাকে একজন বিশেষ খেলোয়াড় হতে হবে।

এবি ডিভিলিয়ার্স এখন পর্যন্ত আইপিএলে ১৮৪ টি ম্যাচ খেলেছেন, যার মধ্যে তিনি ৩৯.৪০ গড়ে ৫১৬২ রান করেছেন। ডেভিড ওয়ার্নারের পর টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। ডিভিলিয়ার্স প্রথম আইপিএল অর্থাৎ ২০০৮ মরশুম থেকে একটানা টুর্নামেন্ট খেলছেন। ব্যাঙ্গালোরের হয়ে তিনি ১২ বছর খেলেছেন।

Reetabrata Deb

সম্পর্কিত খবর