বাংলাহান্ট ডেস্কঃ নির্বাচনী প্রচারে বেরিয়ে তৃণমূল (tmc) সুপ্রিমো মমতা ব্যানার্জীকে (mamata banerjee) একহাত নিলেন আইএসএফ প্রধান আব্বাস সিদ্দিকি (abbas siddiqui)। সেইসঙ্গে মুসলিম তোষণ করে, সংখ্যালঘুদের বোকা বানানোর অভিযোগ করলেন আব্বাস সিদ্দিকি।
বাংলায় বিজেপিকে হারাতে গেলে আগে তৃণমূলকে হারাতে বলে শুক্রবার নন্দীগ্রামের সভা থেকে হুঙ্কার দিলেন আব্বাস সিদ্দিকি। সঙ্গে ছিলেন সিপিএম পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম। মঞ্চে দাঁড়িয়েই মমতা সরকারের বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগ করলেন তিনি।
আব্বাসের কথায়, ‘তৃণমূল আসার পরই বাংলার সমাজে ভাগাভাগি হয়েছে। দেখুন তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরই ইমামদের আড়াই হাজার টাকা করে ভাতা দেওয়া শুরু করল। যেহেতু কোন সরকার এর আগে এরকম কিছু চালু করেনি, তাই আমরা বেজায় খুশিও হয়ে গেলাম। কিন্তু এটা কি ভেবে দেখেছেন, ইমামদের ঘরে তো বিএ পাশ এমএ পাশ ছেলে মেয়ে রয়েছে, কই তাদের চাকরি তো হল না। মাসে আড়াই হাজার টাকা করে দিলে বছরে হয় ৩০ হাজার টাকা। কিন্তু কোন ছেলে মেয়েকে চাকরি দিলে সে তো এক মাসে ৩০ হাজার টাকা রোজগার করে ফেলত। তাহলেই দেখুন আমরা কত বোকা। মাত্র আড়াই হাজার টাকার ভাতাতেই আমরা আনন্দে তৃণমূলের গুণগান গাইতে শুরু করলাম’।
এখানেই থামলেন না আইএসএফ প্রধান আব্বাস সিদ্দিকি। তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জীর উপর মুসলিম তোষণের অভিযোগ তুলে বললেন, ‘বাংলায় বিজেপি আসার পর মমতা ব্যানার্জী আমাদের এখানে এলেন। মাথায় ঘোমটা দিয়ে নামাজ পড়লেন, ইনশাল্লাহ বললেন- আমরা ভাবলাম আমাদের কাছের মানুষ এসেছে। অন্যদিকে আবার বললেন- যে গরু দুধ দেয়, তার লাথিও তো খেতে হবে। আমাদের গরু বলেও উপহাস করলেন’।