বিদেশের মাটিতে দেশের নাম উজ্জ্বল করলেন ভারতীয় সেনার মেজর ‘আবদুল কাদির খান”

বাংলা হান্ট ডেস্কঃ ভারতীয় সেনা বীরত্বের কাহিনী আমাদের কারোর অজানা নেই। কখনো পাকিস্তান সীমান্ত পেড়িয়ে সার্জিক্যাল স্ট্রাইক করে একের পর এক জঙ্গিকে খতম করে সুরক্ষিত ভাবে দেশের মাটিতে ফেরত আসছে। আবার কখনো পাকিস্তানের বায়ুসীমা অতিক্রম করে বালাকোটে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়ে আসছে। এমনকি মিগ-২১ এর মতো ব্যাকডেটেড লড়াকু বিমান নিয়ে আমেরিকার তৈরি অত্যাধুনিক থার্ড জেনারেশন এর এফ-১৬ বিমানকেও ধ্বংস করে দিচ্ছে ভারতীয় সেনা। আজও আমরা ভারতীয় সেনার এক জওয়ানের পরাক্রমের কথা জানাব। তবে, এবার যুদ্ধ না। এবার বডি বিল্ডিং কম্পিটিশনের মাধ্যমে দেশের নাম উজ্জ্বল করলেন ভারতীয় সেনার এক মেজর।

ভারতীয় সেনার মেজর আবদুল কাদির খান (Major Abdul Quadir Khan) এশিয়ান বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপে দেশকে গর্বিত করলেন। ইন্দোনেশিয়াতে হওয়া এই চ্যাম্পিয়নশিপে ভারতীয় সেনার মেজর আবদুল কাদির খান রৌপ্য পদক পদক হাসিল করেন। এরফলে ভারতীয় সেনার সাথে গোটা দেশের নাম উজ্জ্বল হয়।

মেজর আবদুল কাদির খানকে ভারতীয় সেনায় সিগন্যাল কর্পসে নিযুক্ত। সবথেকে গুরুত্বপূর্ণ কথা হল, মেজর কাদির খান এই প্রথম এরকম কোন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করলেন। ৫৩ তম এশিয়ান বডি বিল্ডিং আর ফিজিক স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০১৯ (Asian Body Building and Physique Sports Championship) এর আয়োজন এবার ইন্দোনেশিয়ান ২রা অক্টোবর হয়েছিল। শুক্রবার দুপুরে সংবাদ সংস্থা এএনআই অনুযায়ী এই খবর প্রকাশ পায়। মেজর কাদিরের এই উপলব্ধিতে ভারতীয় সেনা সমেত গোটা দেশ গর্বিত। আর ওনাকে আরও এগিয়ে যাওয়ার জন্য সবাই আশীর্বাদ করছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর