বাংলাহান্ট ডেস্ক : বেফাঁস কথা বলে বিতর্ক তৈরিতে অভিজিৎ ভট্টাচার্যের (Abhijeet Bhattacharya) জুড়ি মেলা ভার। সঙ্গীতের জগতে তিনি যতটা জনপ্রিয়, তেমনি তাঁর কেরিয়ারে রয়েছে বহু বিতর্ক। মূলত বলিউডের ‘খান’ দের সঙ্গে পাঙ্গা নিয়েই বারেবারে লাইমলাইটে উঠে এসেছেন অভিজিৎ (Abhijeet Bhattacharya)। এখনো সুযোগ পেলেই বাঁকা মন্তব্য করতে দেখা যায় তাঁকে। এবার মহাত্মা গান্ধীকে নিয়ে বিষ্ফোরক মন্তব্য করে ফের নয়া বিতর্কের জন্ম দিয়েছেন অভিজিৎ।
মহাত্মা গান্ধীকে নিয়ে বিষ্ফোরক অভিজিৎ (Abhijeet Bhattacharya)
সম্প্রতি একটি সাক্ষাৎকারে মহাত্মা গান্ধী এবং প্রখ্যাত সঙ্গীত পরিচালক আর ডি বর্মনের মধ্যে তুলনা করতে দেখা যায় অভিজিৎকে (Abhijeet Bhattacharya)। তিনি মন্তব্য করেন, আর ডি বর্মন মহাত্মা গান্ধীর থেকেও বড়। মহাত্মা গান্ধী জাতির জনক ছিলেন, কিন্তু পঞ্চম দা ছিলেন সঙ্গীতের জগতে জাতির জনক।
পাকিস্তানের জনক গান্ধী: এরপরেই বিতর্ক উসকে দিয়ে গায়ক বলেন, “মহাত্মা গান্ধী ভারতের জাতির জনক ছিলেন না, বরং পাকিস্তানের ছিলেন। পঞ্চম দা মহাত্মা গান্ধীর থেকেও বড় ছিলেন। উনি সঙ্গীতের রাষ্ট্রপিতা ছিলেন। মহাত্মা গান্ধী পাকিস্তানের জাতির জনক ছিলেন, ভারতের নয়। ভারত চিরকালই ছিল। পাকিস্তান গঠন করা হয়েছিল। ভুলবশত মহাত্মা গান্ধীকে আমাদের জাতির জনক আখ্যা দেওয়া হয়’।
আরো পড়ুন : রয়েছে পাকিস্তান যোগ! মুম্বই হামলার ধাঁচে নাশকতার জন্য একে ৪৭-এর বরাত আনসারুল্লা বাংলা টিমের
সলমনকে নিয়েও ক্ষোভ গায়কের: চিরকালই বিতর্কিত মন্তব্য করার জন্য পরিচিত অভিজিৎ ভট্টাচার্য (Abhijeet Bhattacharya)। সম্প্রতি শাহরুখ খানকে নিয়ে নতুন করে বলতে শোনা যায় তাঁকে। তিনি অভিযোগ করেছেন, শাহরুখের সহকর্মীরাই নাকি আড়ালে তাঁকে ‘তোতলা’ বলে ডাকতেন। আবার সলমনকে নিয়েও মুখ খুলেছেন অভিজিৎ (Abhijeet Bhattacharya)।
আরো পড়ুন : আতঙ্কের নাম ‘পুষ্পা’! আল্লুর বাড়িতে ভাঙচুর, বিক্ষোভ জনতার, ফিকে সাফল্য
এই সাক্ষাৎকারে অভিজিৎ (Abhijeet Bhattacharya) স্পষ্ট বলেন, সলমন ওই লেভেলেই আসেন না যে তাঁকে নিয়ে তিনি আলোচনা করবেন। শাহরুখের সঙ্গে মনোমালিন্য থাকলেও তাঁর একটা আলাদা ক্লাস আছে। এরপরে অতীতে হিট অ্যান্ড কেসে তাঁর সলমনকে সমর্থন করার প্রসঙ্গ উঠলে অভিজিৎ তীব্র বিরক্তি নিয়ে জানান, তিনি কখনোই তাঁকে সমর্থন করেননি। তিনি বলতে চেয়েছিলেন, ফুটপাতে শুলে এক ‘দারুবাজ’ এসে গাড়ি তুলে দেবে মানুষের উপরে। সলমনকে স্পষ্টতই ‘দারুবাজ’, ‘লম্পট’ বলে কটাক্ষ করেন অভিজিৎ।