বাংলাহান্ট ডেস্ক : বলিউডে এক একজন নায়কের সঙ্গে এক একজন গায়কের যুগলবন্দী এতটাই জনপ্রিয় ছিল যে তাঁরা এক রকম জুটি হয়ে উঠেছিলেন তাঁরা। আর এই তালিকায় সবার প্রথমেই রয়েছেন শাহরুখ খান এবং অভিজিৎ ভট্টাচার্য (Abhijeet Bhattacharya)। এক সময় শাহরুখের ছবি আসা মানেই তাতে অভিজিতের কণ্ঠে গান থাকতই। আর প্রতিটি গানই হত সুপারহিট। কিন্তু সেসব এখন অতীত। বহু বছর হয়ে গিয়েছে আর একসঙ্গে কাজ করেন না তাঁরা। এমনকি প্রকাশ্যে শাহরুখের বিরুদ্ধে তোপ দাগতেও দেখা গিয়েছে অভিজিৎকে (Abhijeet Bhattacharya)।
আবারও শাহরুখকে নিয়ে সরব অভিজিৎ (Abhijeet Bhattacharya)
এবার ফের একবার বাদশাকে কটাক্ষ করলেন গায়ক। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিজিৎ (Abhijeet Bhattacharya) বলেন, তিনি এবং শাহরুখ ছিলেন যমজ ভাইয়ের মতো। অন্তত কণ্ঠের দিক দিয়ে তাঁরা তেমনটাই ছিলেন। এরপরেই শ্লেষ মিশিয়ে অভিজিৎ বলেন, এখন তিনি বোঝেন যে আসলে গানগুলি শাহরুখ নিজেই গিয়েছিলেন, নিজেই লিখেছিলেন। ছবিও শাহরুখই তৈরি করেছিলেন। সব তিনিই।
কেন ভাঙে দুজনের বন্ধুত্ব: এরপরেই অভিজিৎ (Abhijeet Bhattacharya) বলেন, মানুষ বলেন ‘শাহরুখের গান’। তখনই তিনি বুঝেছেন, সত্যিই ওগুলো তাঁর গাওয়া গান নয়। শাহরুখ নিজেই সব করেছেন। অভিজিৎ (Abhijeet Bhattacharya) কেউ না। অপর এক সাক্ষাৎকারে তিনি আগে বলেছিলেন, শাহরুখের সঙ্গে তাঁর সম্পর্ক ভেঙে গিয়েছে এমন নয়। তবে তাঁর কথায় আভাস পাওয়া গিয়েছিল, শাহরুখ স্টারডম পেয়ে দুজনের মধ্যে সম্পর্কে চিড় ধরেছে।
আরো পড়ুন : ১০-২০ হাজার নয়, বিদ্যুতের খরচ নাকি ১ লক্ষ! কঙ্গনার ‘বিল কাণ্ড’ নিয়ে জবাব বোর্ডের
আগেও প্রকাশ করেছেন অভিমান: শাহরুখের বিষয়ে তিনি আগে বলেছিলেন, “আমি কখনো ওঁকে কটু কথা বলিনি। অনেকেই তা করেছিলেন। কেউ তাঁর নামে কুকুর পুষেছিলেন, তাঁর সহকর্মীরা। তারপর ফারাহ খান কুন্দরের স্বামী তাঁকে অপমান করেছিলেন। তারপর দুজনে আলিঙ্গন করে সমস্যা মিটিয়ে নেন। আমার সমস্যা হল আমি নিজের যন্ত্রণাটা প্রকাশ করছিলাম।”
আরও পড়ুন : গোপনে করে রেখেছিলেন এই প্ল্যান, ছেলের ফন্দি জানতে পেরেই জয়ার সঙ্গে বিয়ে দেন অমিতাভের বাবা
অভিজিৎ জানিয়েছিলেন, শাহরুখের থেকে কখনোই ক্ষমা আশা করেননি তিনি। তবে তিনি যেহেতু বয়সের দিক দিয়ে সিনিয়র তাই একবার এসে তাঁকে স্নেহ করে ডাকতেই পারতেন। কিন্তু শাহরুখ সম্পূর্ণ উপেক্ষা করে গেলেন তাঁকে। এমনকি স্বামী স্ত্রীর সম্পর্কের সঙ্গেও নিজেদের তুলনা করেছিলেন অভিজিৎ (Abhijeet Bhattacharya)।