‘শুধু টাকা বোঝে, নিজের স্বার্থের জন্য…’, একসময় ছিলেন শাহরুখের কণ্ঠ, নায়ককে নিয়েই বোমা ফাটালেন অভিজিৎ!

বাংলাহান্ট ডেস্ক : বলিউডি প্লেব্যাকের দুনিয়ায় অতি পরিচিত নাম অভিজিৎ ভট্টাচার্য (Abhijeet Bhattacharya) । তাঁর সুরেলা কণ্ঠ যেমন বিভিন্ন বয়সের শ্রোতাদের মাতিয়েছে, তেমনি তাঁর চাঁচাছোলা মন্তব্যও জন্ম দিয়েছে বহু বিতর্কের। ইন্ডাস্ট্রির একাধিক প্রথম সারির নায়কদের হয়ে কণ্ঠ দিয়েছেন অভিজিৎ (Abhijeet Bhattacharya)। এমনকি নব্বইয়ের দশকে শাহরুখ খানের কণ্ঠ হয়ে উঠেছিলেন তিনি। অথচ পরবর্তীকালে শাহরুখের বিরুদ্ধেই তিনি এমন এমন সব মন্তব্য করেছিলেন যে বিতর্ক তুঙ্গে উঠেছিল।

শাহরুখের জন্য অনেক গান গেয়েছেন অভিজিৎ (Abhijeet Bhattacharya)

অভিজিতের (Abhijeet Bhattacharya) জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছুই বলার নেই। তাঁর গান প্রজন্মের পর প্রজন্ম ধরে শ্রোতাদের মন জয় করে চলেছে। শুধু হিন্দি নয়, বাংলা, মারাঠি, তামিল, ভোজপুরি, পঞ্জাবির মতো একাধিক ভাষায় গান গেয়েছেন তিনি। তবে এখন আর তেমন প্লেব্যাক করতে শোনা যায় না অভিজিৎকে (Abhijeet Bhattacharya)। যদিও একটা সময় এমন ছিল যে শাহরুখের ছবি মানেই তাতে অভিজিতের গান ছিল বাধ্যতামূলক।

আরো পড়ুন : ‘এটাই সাফল্যের চাবিকাঠি নাকি?’ সৌমিতৃষার ‘অশালীন’ ছবিতে কুৎসিত কটাক্ষ! ছিছিক্কার নেটিজেনদের

অভিনেতাকে নিয়ে বিস্ফোরক গায়ক

শাহরুখের কেরিয়ারে বহু সুপারহিট গান গেয়েছেন অভিজিৎ (Abhijeet Bhattacharya)। কয়েক দশক একসঙ্গে কাজ করেছেন দুজনে। কিন্তু একসময় কিছু কারণ থেকে দুজনের মধ্যে বিবাদের সূত্রপাত। তারপর থেকেই একসঙ্গে কাজ করা বন্ধ করে দেন অভিজিৎ (Abhijeet Bhattacharya) এবং শাহরুখ। এদিকে অভিনেতার বিরুদ্ধে প্রকাশ্যেই একের পর এক অভিযোগ আনতে শুরু করেন গায়ক। বিতর্ক মাত্রা ছাড়িয়ে যায় যখন অভিজিৎ কটাক্ষ করেন, শাহরুখ ব্যবসা ছাড়া কিছুই বোঝেন না।

আরো পড়ুন : আদিত্য চ্যাপ্টার শেষ! অনন্যার জীবনে নতুন প্রেম, অম্বানি পরিবার থেকে কাকে পাকড়াও করলেন নায়িকা?

কী বলেছিলেন অভিজিৎ

অভিজিৎ (Abhijeet Bhattacharya) বলেছিলেন, ব্যবসা ছাড়া শাহরুখ আর কিছুই বোঝেন না। ‘কমার্শিয়ালাইজড’ স্টার তিনি। এমনকি অভিজিৎ এও বলেছিলেন, সাফল্যের পথে যদি কেউ চলে আসে তাঁকেও সরিয়ে দেন শাহরুখ, সে যে কেউই হোক না কেন। তাঁর এই মন্তব্য নিয়ে ব্যাপক জলঘোলা হয়েছিল। তবে আবার কিং খানের দুঃসময়ে তিনিই পাশে দাঁড়িয়েছিলেন অভিনেতার।

Abhijeet Bhattacharya

শাহরুখ যখন ‘দেশদ্রোহী’ তকমা পেয়েছিলেন, তখন অভিজিৎই মুখ খুলেছিলেন তাঁর পাশে দাঁড়িয়ে। সকলকে অবাক করে দিয়ে গায়ক কথা বলেছিলেন শাহরুখের সমর্থনে। তবে তারপরেই অপর একটি সাক্ষাৎকারে স্পষ্ট হয়েছিল তাঁর অভিমান। সঙ্গীত পরিচালকরা যখন তাঁকে অপমান করেছিলেন তখন শাহরুখ সব জেনেও কিছু বলেননি। এতে স্পষ্টতই আঘাত পেয়েছিলেন অভিজিৎ।


Niranjana Nag
Niranjana Nag

সম্পর্কিত খবর