বাংলাহান্ট ডেস্ক: ‘বেশরম রঙ’ (Besharam Rang) মুক্তি পেয়েছে দু সপ্তাহ আগে। কিন্তু এখনো গানটি নিয়ে বিতর্ক চলছে একই গতিতে। ‘পাঠান’ (Pathan) এর জেরে নিন্দার মুখে পড়েছেন শাহরুখ খান (Shahrukh Khan) এবং দীপিকা পাডুকোনও (Deepika Padukone)। বিতর্ক থামার তো নামই নেই, উপরন্তু ছবির দ্বিতীয় গান ‘ঝুমে যো পাঠান’ও পড়েছে নিন্দুকদের আতশকাঁচের তলায়। এক সময়কার কাছের বন্ধু শাহরুখকে খোঁটা দিতে ছাড়েননি গায়ক অভিজিৎ ভট্টাচার্যও (Abhijeet Bhattacharya)।
একটা সময় এসআরকের ছবি মানেই ছিল অভিজিতের কণ্ঠে গান। কিং খানের লিপে প্রচুর হিট, সুপারহিট গান রয়েছে তাঁর। কাজের বাইরে দুজনের বন্ধুত্বও চর্চায় থেকেছে দীর্ঘদিন। কিন্তু সময় বদলানোর সঙ্গে সঙ্গে বদলায় সবকিছুই। শাহরুখের বিপদের সময়ে সঙ্গ ছাড়লেন বন্ধু অভিজিৎও।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন বলিউড গায়ক। দুটি ভিডিও জুড়ে বানানো হয়েছে একটি ভিডিও। একপাশে অভিজিতের ছবির ব্যাকগ্রাউন্ডে বাজছে তাঁর গাওয়া জনপ্রিয় গান ‘মোহাব্বত হো গয়ি হ্যায়’। আর পাশের ভিডিওটি সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ‘ঝুমে যো পাঠান’ এর।
একদিকে নব্বইয়ের নস্টালজিয়া, আরেক দিকে আধুনিকতার ছোঁয়া। ক্যাপশনে অভিজিৎ লিখেছেন, ‘লোকে বলে শাহরুখ খান বুড়ো হয়ে গিয়েছেন। আমার মতে, ওঁর উচিত নিজের সম্মান রক্ষা করা, বিশেষ করে এই বয়সে। এত মরিয়া কেন? টুকরে টুকরে রানির সঙ্গে?’
একাধারে শাহরুখ এবং দীপিকাকেও ঠুকেছেন অভিজিৎ। বছর কয়েক আগে জেএনইউ বিশ্ববিদ্যালয়ে গিয়ে আহত এসএফআই নেতা, ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে তাদের সঙ্গে প্রতিবাদে সামিল হয়েছিলেন দীপিকা। সেই ঘটনার জল গড়িয়েছিল বহুদূর। তারপর থেকেই ‘টুকরে টুকরে গ্যাং’ এর রানির তকমা জুটেছে তাঁর কপালে।
কিন্তু কোনোদিনই বিষয়টা নিয়ে কোনো রকম মন্তব্য করতে শোনা যায়নি অভিনেত্রীকে। এবার সেই প্রসঙ্গ টেনেই বলিউডের ‘মস্তানি’কে কটাক্ষ করলেন অভিজিৎ। অবশ্য তিনি পোস্টে উল্লেখ করে দিয়েছেন, ভিডিওটি তাঁর নয়, বরং তাঁর এক অনুরাগীর বানানো। অনেকে অভিজিৎকে সমর্থন করে পুরনো দিনের গানগুলো ফিরিয়ে আনার দাবিও জানিয়েছেন।