পাকিস্তানের কাছে ভাল সাজার জন‍্য সোনু, অরিজিতের গান পাকিস্তানি গায়কদের দিয়ে ডাব করিয়েছেন সলমন: অভিজিৎ

বা‌ংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) মৃত‍্যুর পর বলিউড হেভিওয়েটদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে নেটজনতা। এই হেভিওয়েটদের মধ‍্যে অন‍্যতম হলেন সলমন খান (salman khan)। স্বজনপোষন থেকে ধর্ষণ বা ক্ষমতার অপব‍্যবহার একাধিক অভিযোগ উঠেছে বলিউডের ভাইজানের বিরুদ্ধে। পরিচালক অভিনব কাশ‍্যপ, পায়েল রোহাতগি, প্রয়াত জিয়া খানের মা অনেকেই সরব হয়েছেন সলমনের বিরুদ্ধে।
এবার সেই তালিকায় যুক্ত হলেন গায়ক অভিজিৎ ভট্টাচার্য্য (abhijit bhattacharya)। সলমন খানের বিরুদ্ধে চাঞ্চল‍্যকর অভিযোগ এনেছেন তিনি। পাকিস্তানি গায়কদের বলিউডে সুযোগ দেওয়ার জন‍্য ভারতীয় গায়কদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন অভিনেতা। এমনই গুরুতর অভিযোগ আনেন অভিজিৎ।

images 2020 06 25T182137.271 1
সম্প্রতি নিজের ইনস্টা হ‍্যান্ডেলে গত বছরের একটি সাক্ষাৎকারের ভিডিও পোস্ট করেছেন গায়ক। সেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, একজন উঠতি গায়কের গান পাকিস্তানি গায়ককে দিয়ে ডাব করিয়েছিলেন সলমন। পরে তিনি আরও বলেন, শুধু অরিজিৎ নন, সোনু নিগমের গানও পাকিস্তানি গায়ককে দিয়ে ডাব করিয়েছেন সলমন। সোনুর বিরুদ্ধে ফতোয়াও জারি করা হয়েছিল বলে দাবি করেন অভিজিৎ। সেই সময় তিনিই তাঁর পাশে দাঁড়িয়েছিলেন।
অভিজিৎ আরও বলেন, ওঁদের জন‍্য পাকিস্তান নিজেদের এলাকা। পঞ্জাব, উত্তর প্রদেশ, বাংলায় যেমন ছবি মুক্তি পায় তেমনই পাকিস্তানেও পাবে। তাই পাকিস্তানিদের কাছে ভাল সাজার জন‍্য তাঁদের দিয়ে ভারতীয় গায়কদের গান ডাব করান।

https://www.instagram.com/tv/CB0Gj_7gY9A/?igshid=1nqnoq0scc0hg

প্রসঙ্গত, এর আগে সলমনের ভাই আরবাজ খানকে দেখা গিয়েছিল সলমনের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে সরব হতে। এই সবকিছুকে ‘শয়তানি’র তকমা দিয়েছিলেন সলমনের ভাই আরবাজ খান।
নিজের টুইটার হ‍্যান্ডেলে একটি টুইটে তিনি লেখেন, ‘স্কুলে আমাদের প্রবাদ শেখানো হয়েছিল অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। তখন বয়স কম ছিল, বুঝতে পারিনি অর্থটা। এখন চারিদিকে যা চলছে তা দেখে বুঝতে পারছি প্রবাদটার অর্থ কতটা’।
তবে নিজের টুইটার হ‍্যান্ডেল লক করে দিয়েছেন আরবাজ। উপরন্তু নাম না নিয়ে কাউকে উদ্দেশ করে এই টুইটটি করেছেন কিনা তাও অস্বীকার করেছেন তিনি। নেটিজেনরা পাল্টা মন্তব‍্য করেছে, এখন সব অভিযোগের তীর যখন খান পরিবারের দিকেই যাচ্ছে তখন এসব বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন আরবাজ।

Niranjana Nag

সম্পর্কিত খবর