বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘ প্রায় দেড় মাস ধরে চলেছে দিল্লির মসনদ দখলের ‘লড়াই’। সেই লড়াইয়ের ফল ঘোষণা হতে চলেছে আজ। ইতিমধ্যেই সুরাতের একটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে BJP। আজ ৫৪২টি ভোটগণনা চলছে। এর মধ্যে বাংলার ৪২টি আসনও রয়েছে। এই গণনার দিনেই এবার উত্তপ্ত হয়ে উঠল ডায়মন্ড হারবার (Diamond Harbour)। ধর্নায় বসলেন BJP প্রার্থী অভিজিৎ দাস ববি (Abhijit Das Bobby)।
TMC-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে এবার স্থানীয় নেতা অভিজিৎকে দাঁড় করিয়েছে গেরুয়া শিবির। সাম্প্রতিক আপডেট অনুযায়ী, ডায়মন্ড হারবারে (Diamond Harbour) বর্তমানে প্রায় ৪২ হাজারের কাছাকাছি লিড নিয়ে ছুটছেন অভিষেক। এদিকে কর্মী সমর্থকদের সঙ্গে ধর্নায় বসেছেন অভিজিৎ।
১৫৬ বজবজ, ভোটগণনা কেন্দ্রের সামনে এদিন ধর্নায় বসেন অভিজিৎ। সেখানে উপস্থিত কর্মীদের স্লোগান তুলতে দেখা যায়, কাউন্টিংয়ের নামে প্রহসন হচ্ছে কেন? জবাব দাও। ‘ডায়মন্ডের অভিশাপ অভিষেক দূর হটো’ বলেও স্লোগান তুলতে শোনা যায় তাঁদের। একইসঙ্গে সন্ত্রাসের বিরুদ্ধে ‘সংগ্রাম’ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন BJP-র কর্মী সমর্থকরা।
আরও পড়ুনঃ দেবাংশুকে টেক্কা দিয়ে তমলুকে এগিয়ে অভিজিৎ, রচনাকে পিছনে ফেললেন লকেট! রইল তাজা আপডেট
আজ ধর্নায় বসে ডায়মন্ড হারবারে পুননির্বাচনের দাবিও তুলতে দেখা যায় BJP কর্মী সমর্থকদের। তাঁদের বলতে শোনা যায়, ‘কাউন্টিং হল থেকে BJP কার্যকর্তাদের বের করে দেওয়া হল কার স্বার্থে? জবাব দাও?’ ডায়মন্ড হারবারের নির্বাচন কার স্বার্থে প্রহসনে পরিণত হল? এই প্রশ্নও শোনা যায় গেরুয়া শিবিরের প্রতিবাদরত কর্মী সমর্থকদের মুখে। সব মিলিয়ে, ভোট গণনার দিন বেশ উত্তপ্ত হয়ে ওঠে ডায়মন্ড হারবারের পরিস্থিতি।
উল্লেখ্য, চব্বিশের লোকসভা ভোটের ফলাফল কেমন হবে তা নিয়ে বিগত দু-তিন দিন ধরে নানান সংবাদমাধ্যমের তরফ থেকে পূর্বাভাস দেওয়া হচ্ছে। এর মধ্যে সিংহভাগ সমীক্ষাতেই দাবি করা হয়েছে, এবার বাংলায় গেরুয়া ঝড়ে বেসামাল হয়ে পড়বে TMC। সত্যিই কি তেমনটা হবে? আর কয়েকটা ঘণ্টার অপেক্ষা শেষেই মিলবে সেই উত্তর।