অভিষেকের বিরুদ্ধে হার, দল থেকে বহিষ্কার! শোকজের জবাব দিয়ে বঙ্গ BJP-কে নিশানা অভিজিতের

বাংলা হান্ট ডেস্কঃ ডায়মন্ড হারবারে হেভিওয়েট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী করা হয়েছিল তাঁকে। তৃণমূল সেনাপতির বিরুদ্ধে যদিও জিততে পারেননি অভিজিৎ দাস ববি (Abhijit Das Bobby)। তবে ভোটের ফল প্রকাশের সপ্তাহ দুয়েকের মাথায় বঙ্গ BJP-র তরফ থেকে সাময়িক বরখাস্ত করা হয় তাঁকে, পাঠানো হয় শোকজের চিঠি। এবার সেই চিঠি জবাব দিয়ে বোমা ফাটালেন পদ্ম প্রার্থী।

ভোট পরবর্তী হিংসার পরিস্থিতি খতিয়ে দেখতে কয়েকদিন আগে রাজ্যে এসেছিল BJP-র কেন্দ্রীয় প্রতিনিধি দল। সেখানে দলের সামনে গেরুয়া শিবির গোষ্ঠীকোন্দলের ঘটনার কারণ অভিজিতকে শোকজ করে বঙ্গ BJP। মঙ্গলবার সল্টলেক পার্টি অফিসে এসে জবাবি চিঠি জমা দেন তিনি। এরপরেই রাজ্য নেতৃত্বের একাংশকে নিশানা করেন।

সকল অভিযোগ ভিত্তিহীন দাবি করে অভিজিৎ বলেন, ঘটনার দিন এলাকাতেই ছিলেন না। ডাক্তার দেখাতে বাইরে গিয়েছিলেন। দরকার হলে সিসিটিভি দেখা হোক, বলেন তিনি। একইসঙ্গে BJP নেতার প্রশ্ন, দলের তরফ থেকে পাঠানো শোকজের চিঠি তাঁর কাছে আসার আগে সংবাদমাধ্যমের কাছে কীভাবে পৌঁছল? দলের যারা এই কাজের সঙ্গে যুক্তি তাঁদের বিরুদ্ধেও তদন্ত করা উচিত বলে দাবি করেন অভিজিৎ।

আরও পড়ুনঃ চরম বিপাকে কেজরিওয়াল! ED-র পর এবার CBI-র হাতে গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী

এরপর দলেরই একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে অভিজিৎ বলেন, তাঁর বিরুদ্ধে চক্রান্ত করে এমনটা করা হয়েছে। উল্লেখ্য, অভিজিৎকে শোকজ করার খবর এবং চিঠি আগেই প্রকাশ্যে চলে এলেও গত সোমবার ডাক মারফৎ সেই চিঠি হাতে পান BJP নেতা। এরপর গতকার সল্টলেকের দলীয় কার্যালয়ে এসে জবাবি চিঠি জমা দেন তিনি।

Abhijit Das Bobby

উল্লেখ্য, BJP-র কেন্দ্রীয় প্রতিনিধি দলের সামনে যে সকল দলীয় কর্মীদের ‘ঘরছাড়া’ বলে দেখানো হয়েছে তাঁরা আসলে নকল, এই দাবি এনেছিলেন গেরুয়া শিবিরেরই আরেক দল কর্মী। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের নেতৃত্বাধীন কেন্দ্রীয় দলকে ঘিরে ধরে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। অভিজিতের ইন্ধনে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠতেই সঙ্গে সঙ্গে তাঁর দল থেকে সাময়িক বহিষ্কার করে বঙ্গ BJP। সেই সঙ্গেই পাঠানো হয় শোকজ চিঠি।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর