সব ওলোটপালোট! অভিষেকের বিরুদ্ধে ভোটে দাঁড়াতে পারেন অভিজিৎ, তোলপাড় রাজ্য

বাংলা হান্ট ডেস্কঃ আসন্ন লোকসভা (Loksabha Vote) ভোটে বাংলার ৪২ আসনের জন্যই প্রার্থীর নাম ঘোষণা করেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। ওদিকে ৪২ আসনের মধ্যে এখনও রাজ্যের চার কেন্দ্রে প্রার্থী দিতে পারেনি গেরুয়া শিবির। যার মধ্যেই রয়েছে অভিষেক (Abhishek Banerjee) গড় ডায়মন্ড হারবারও। ওই কেন্দ্রে সিপিএম, কংগ্রেস, আইএসএফ কোনো দলই এখনও প্রার্থী ফাইনাল করতে পারে নি।

রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি থেকে কে হবে ডায়মন্ড হারবারের প্রার্থী? সেই নিয়ে জল্পনা তুঙ্গে। এরই মাঝে বিজেপি নেতা তথা বরানগর উপ নির্বাচনের প্রার্থী সজল ঘোষের দাবি, ওই আসনে লড়তে চেয়েছেন ‘ববি দা।’ তবে ববি দা একা নয়, ওই আসন থেকে দলের আরও অনেকেই লড়তে চেয়েছেন বলে দাবি সজলের। সজল আরও বলেন, তিনি নিজেও ওই কেন্দ্র থেকে লড়তে চেয়েছিলেন।

এই প্রসঙ্গে সজল ঘোষ বলেন, ‘ডায়মন্ড হারবার থেকে আমিও লড়তে চেয়েছিলাম। মনটা খারাপ যে ওখানে দেয়নি। পাশাপাশি ওখানে রুদ্র দা, শঙ্কু লড়তে চায়, ববি দা-ও লড়তে চাইছে, ওই কেন্দ্র থেকে নামতে চাইছেন কৌস্তভ বাগচীও চায়।” তবে এখানে কোন ববির কোথা বলা হচ্ছে? বাংলার মানুষ ববি বলতে চেনেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে। তবে তা কিকরে সম্ভব!

যদিও ববি দার নাম উঠতেই খোলসা করে সজল বলেন, “মানে এই চোর ববি দা নয়, ওখানে দলের এক ববি দা আছেন।” প্রসঙ্গত, দক্ষিণ ২৪ পরগনাতে ববি দা বলে এক বিজেপি নেতা আছেন। সকলে তাকে এই নামেই চেনেন। তার আসল নাম অভিজিত্‍ দাস। অভিজিত্‍বাবু একসময় বিজেপির জেলা সভাপতি ছিলেন।

tmc and bjp flags

আরও পড়ুন: ‘মহুয়াকে জেলে যেতে হবে’! রানিমার কথা শুনেই হেসে উঠলেন মোদী, বললেন…

দলের সঙ্গে বহুদিন থেকে যুক্ত অভিজিত্‍। যদিও বর্তমানে দলের কোনও পদে তিনি। জানা যায়, কয়েক বছর আগে এই বিজেপি নেতার ওপর হয়। তারপর থেকে বিশেষ নিরাপত্তায় রয়েছেন তিনি। এলাকায় তার বিরাট দাপট। এই সেই ববি দা-ই দাঁড়াতে পারেন অভিষেকের বিরুদ্ধে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর