‘জয় বাংলা একটা অসুখ…’! সংসদ চত্বরে দাঁড়িয়ে তৃণমূলকে চরম কটাক্ষ, আর কী বললেন অভিজিৎ?

বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার পশ্চিমবঙ্গের সিংহভাগ সাংসদ লোকসভায় শপথ নিয়েছেন। সেই তালিকায় নাম রয়েছে কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের BJP সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay। এদিন সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসকে (Trinamool Congress) আক্রমণ শানাতেও দেখা যায় তাঁকে।

গতকাল শপথবাক্য পাঠ করার পর শ্রীরামপুরের কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ TMC-র বেশ কয়েকজন সাংসদ ‘জয় বাংলা’ (Joy Bangla) স্লোগান দেন। এরপর এই জয় বাংলা নিয়েই মন্তব্য করেন অভিজিৎ। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভাই তথা কাঁথির BJP সাংসদ সৌমেন্দু অধিকারী সহ গেরুয়া শিবিরের বেশ কয়েকজনকে পাশে নিয়ে তিনি বলেন, ‘জয় বাংলা একটা অসুখের নাম’।

অভিজিতের কথায়, ‘আমরা যখন ছোট ছিলাম, তখন চোখে একটা বিশেষ ধরণের রোগ হতো। নিমফল দিয়ে সেই রোগ ঠিক করতে হতো। সেই সময় জয় বাংলা নামটা তৈরি হয়’। এরপর TMC সাংসদকে খোঁচা দিয়ে তিনি বলেন, ‘ওদের হয়তো চোখ দিয়ে জল পড়ার সময়ে এসে গিয়েছে। সেই জন্য জয় বাংলা, জয় বাংলা বলছে!’

আরও পড়ুনঃ মিউটেশনের জন্য এবার দিতে হবে সার্ভিস চার্জ? মামলা উঠতেই বিরাট নির্দেশ হাই কোর্টের

উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনের সময় থেকে রাজ্যে ‘জয় বাংলা’ স্লোগান জনপ্রিয়তা লাভ করতে শুরু করে। TMC-র তরফ থেকে যুক্তি দেওয়া হয়, গেরুয়া শিবির শুধুই এই রাজ্যের বদনাম করে। নানান দিক থেকে এই রাজ্যকে বঞ্চিত করতে চায়। কিন্তু তা সত্ত্বেও বাংলা এগিয়ে চলছে। তাই বাংলার জয়গানের জন্যই এই স্লোগান। এবার এই নিয়েই জোড়াফুল শিবিরকে আক্রমণ শানালেন অভিজিৎ।

Abhijit Gangopadhyay

এর আগে ২০২৪ লোকসভা নির্বাচনের প্রচারে হাই কোর্টের প্রাক্তন জাস্টিস তথা BJP প্রার্থী অভিজিৎকে ‘চাকরিখেকো বাঘ’ বলে কটাক্ষ করেছিল TMC শিবির। এবার ‘জয় বাংলা’ নিয়ে জোড়াফুল শিবিরকে নিশানা করলেন তিনি। তাঁর এই মন্তব্যের পাল্টা তৃণমূলের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয় কিনা সেটাই দেখার।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর