বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর ধর্ষণ, হত্যাকাণ্ডে তদন্তের স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। তা দেখে শীর্ষ আদালত জানায়, কেন্দ্রীয় এজেন্সি রিপোর্টে যা দিয়েছে, তা খুবই উদ্বেগের। সেই সঙ্গেই প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, তদন্ত এখন খুবই গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। এখন যদি তদন্ত রিপোর্ট প্রকাশ্যে আসে, তাহলে তদন্তপ্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে। এবার এই নিয়ে মুখ খুললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)।
সুপ্রিম কোর্ট বিচলিত কেন? মুখ খুললেন বিজেপি সাংসদ (Abhijit Gangopadhyay)
কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতির পদ থেকে জনতার দরবারে হাজির হয়েছেন অভিজিৎ। ২০২৪ লোকসভা ভোটে তমলুক কেন্দ্র থেকে জিতে সাংসদ হয়েছেন তিনি। সম্প্রতি সেই ব্যক্তিই জনপ্রিয় একটি ইউটিউব চ্যানেলের কাছে মুখ খোলেন। তিনি বলেন, ‘সুপ্রিম কোর্ট বিচলিত হয়েছে মানে রিপোর্টে এমন কিছু রয়েছে যেটা খুবই ভয়ঙ্কর’।
- বিস্ফোরক অভিজিৎ!
এখানেই না থেমে তমলুকের বিজেপি সাংসদ (Abhijit Gangopadhyay) বলেন, সুপ্রিম কোর্ট সহজে বিচলিত হয় না। শীর্ষ আদালত বিচলিত হয়েছে মানে সিবিআইয়ের রিপোর্টে সাংঘাতিক কিছু আছে সেটা বোঝা যাচ্ছে। অভিজিৎকে প্রশ্ন করা হয়, কেন্দ্রীয় এজেন্সির রিপোর্টে কি এমন কোনও বড় নাম থাকতে পারে, যা বিচলিত করেছে সুপ্রিম কোর্টকে?
আরও পড়ুনঃ দেশে এবার একটাই নির্বাচন? ‘এক দেশ এক ভোট’ নিয়ে বিরাট পদক্ষেপ মোদী মন্ত্রিসভার
উত্তরে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছাড়া পুলিশের ওপর মহল বা নীচের মহল একটা কাজও করে না। তথ্যপ্রমাণ লোপাট, সাক্ষ্য যেগুলো নেওয়া যেত সেগুলো নষ্ট করে দেওয়া, এগুলো পুলিশ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ অথবা সম্মতি ছাড়া এটা হতে পারে না’।
এখানেই না থেমে অভিজিৎ (Abhijit Gangopadhyay) বলেন, হয়তো ওনাকে টেলিফোনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে! এটা অস্বাভাবিক নয়। ওই এভিডেন্স কে নষ্ট করল এবং কার নির্দেশে নষ্ট করল? এটা হয়তো সিবিআই ‘পয়েন্ট আউট’ করতে পেরেছে বলে মন্তব্য করেন বিজেপি সাংসদ। সেই কারণে সর্বোচ্চ আদালত বিচলিত বোধ করতে পারে বলে দাবি করেন তিনি।
উল্লেখ্য, গতকাল আরজি কর মামলায় তদন্তের ‘স্টেটাস রিপোর্ট’ জমা পড়ার পর তা খুঁটিয়ে পড়া হয়। এরপর প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানতে চান, চার্জশট জমা করতে কতদিন সময় লাগবে। একইসঙ্গে কেন্দ্রীয় এজেন্সির তদন্ত নিয়েও সন্তুষ্টিপ্রকাশ করে আদালত (Supreme Court)। সিজেআই বলেন, ‘সিবিআইয়ের তদন্ত ঘুমিয়ে যায়নি। তারা তদন্ত করছে। তদন্ত খুবই জরুরি জায়গায় রয়েছে’।