এগিয়ে গেল ‘ছোকরা’ দেবাংশু! প্রথম ‘ধাক্কা’ খেতেই মুখ খুললেন অভিজিৎ, প্রাক্তন বিচারপতি বললেন…

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ প্রত্যেক মুহূর্তে বদলে যাচ্ছে ‘খেলা’! ভোট গণনা শুরু হয়েছে ঘণ্টা তিনেক হল। কখনও দেখা গিয়েছে এগিয়ে গিয়েছেন BJP প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay), কখনও আবার টেক্কা দিয়েছেন TMC-র যুব নেতা দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। এবার প্রতিপক্ষের এগিয়ে যাওয়া নিয়ে সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের কাছে মুখ খুললেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি তথা পদ্ম প্রার্থী অভিজিৎ।

২০২৪ লোকসভা নির্বাচনের ঠিক আগে বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়ে রাজনীতির ময়দানে নাম লেখান অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ‘অধিকারী গড়’ হিসেবে খ্যাত তমলুকে (Tamluk) প্রার্থী করা হয় তাঁকে। বিচারপতি হিসেবে নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক উল্লেখযোগ্য রায় দিয়ে রাজ্য সরকারকে চাপে রাখা অভিজিৎকে ভোট ময়দানেও ‘ঝাঁঝালো’ মেজাজেই দেখা গিয়েছিল। রাজ্য সরকারকে বেশ কয়েকবার একহাতও নিয়েছেন তিনি।

অন্যদিকে অভিজিতের প্রতিপক্ষ হিসেবে যুব নেতা দেবাংশুকে দাঁড় করিয়েছিল TMC শিবির। খাস নন্দীগ্রামে দাঁড়িয়ে জোড়াফুল প্রার্থী বলেছিলেন, তিনি ছুটবেন, তিনি দৌড়বেন। একইসঙ্গে নাম না নিয়ে অভিজিৎকে খোঁচা দিয়ে মন্তব্য করেন, ভোটে জিতে বয়সের ভারে তিনি এসি ঘরে অন্তত বসে থাকবেন না। মাঠে-ময়দানে ছোটার আশ্বাস দিয়েছিলেন দেবাংশু।

আরও পড়ুনঃ হুগলিতে জোর টক্কর! ‘ওপরওয়ালারও হাত রয়েছে, যা হবে …’, মুখ খুললেন তৃণমূল প্রার্থী রচনা

আজ ভোটগণনার প্রাথমিক ট্রেন্ডে দেখা যায়, অভিজিৎ টেক্কা দিয়ে এগিয়ে গিয়েছেন দেবাংশু। এই বিষয়ে জনপ্রিয় এক সংবাদমাধ্যমের তরফ থেকে প্রাক্তন বিচারপতির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমার কিছু মনে হচ্ছে না। আমি পুরো ফ্রি মাইন্ডে রয়েছি। ভারতে কী খবর, সেই বিষয়েও পরিষ্কার ধারণা নেই’।

debangshu abhijit

উল্লেখ্য, ভোট গণনার শুরুতে দেবাংশুকে টেক্কা দিয়ে এগিয়ে গিয়েছিলেন BJP-র অভিজিৎ। কিছুক্ষণ আগে দেখা যায়, প্রাক্তন বিচারপতিকে পিছনে ফেলে দিয়েছিলেন তৃণমূল প্রার্থী। সাম্প্রতিক আপডেটে জানা যাচ্ছে, ফের কয়েক হাজার ভোটে তমলুকে এগিয়ে গিয়েছেন অভিজিৎ। হাড্ডাহাড্ডি এই লড়াই শেষে বিজয়ীর মুকুট কার মাথায় ওঠে সেটাই এবার দেখার।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর

X