সাংসদ হয়েই বিতর্কে অভিজিৎ! লোকসভায় দাঁড়িয়ে প্রাক্তন বিচারপতি যা বললেন … তোলপাড় দেশ!

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে ভোটে দাঁড়িয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। তমলুক থেকে জিতে সংসদে গিয়েছেন তিনি। এবার সাংসদ হিসেবে প্রথম বক্তৃতার দিনেই বিতর্কে জড়ালেন কলকাতা হাইকোর্টের এই প্রাক্তন বিচারপতি। কংগ্রেস সাংসদের বিরুদ্ধে ‘অসংসদীয় শব্দে’র ব্যবহার করেন কার্যত শোরগোল ফেলে দেন তিনি।

কোন কংগ্রেস সাংসদকে নিশানা করেন অভিজিৎ (Abhijit Gangopadhyay)?

তমলুকের নবনির্বাচিত সাংসদ অভিজিৎকে বাজেট বিতর্কে অংশ নেওয়ার সুযোগ দিয়েছিল বিজেপি। এদিন তাঁর বক্তৃতার শুরুতেই মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের নাম করে খোঁচা দেন অসমের কংগ্রেস সাংসদ গৌরব গগৈ (Gaurav Gogoi)। তার প্রেক্ষিতেই কংগ্রেস নেতাকে ‘স্টুপিড’ বলেন অভিজিৎ। সঙ্গে সঙ্গে বিরোধীদের বেঞ্চ থেকে প্রতিবাদ শুরু হয়ে যায়।

গত মার্চ বিজেপিতে যোগ দেওয়ার পর সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের তরফ থেকে অভিজিৎকে জিজ্ঞেস করা হয়, গান্ধী না গডসে? জবাবে তিনি শুধু বলেছিলেন, ‘এখন এই প্রশ্নের উত্তর দেব না’। সেই নিয়েই গতকাল তাঁকে খোঁচা দেন কংগ্রেস সাংসদ গৌরব। পাল্টা তাঁকে ‘স্টুপিড’ (নির্বোধ) বলেন বিজেপি সাংসদ।

আরও পড়ুনঃ অনন্তের দাবিতে অস্বস্তিতে বিজেপি! কী এমন চাইলেন মহারাজ? ফাঁস হতেই তোলপাড় বাংলা!

তখন সবে বক্তৃতা শুরু করেছেন অভিজিৎ (Abhijit Gangopadhyay)। অভিযোগ, সেই সময়ই তাঁকে নাথুরাম গডসের নাম করে খোঁচা দেন গৌরব। তমলুকের সাংসদ পাল্টা বলেন, ‘নির্বোধের মতো কথা বলবেন না’। তাতেই প্রতিবাদ করে ওঠেন বিরোধীরা।

Abhijit Gangopadhyay

লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে বিরোধীরা বলেন, সংসদীয় বিধি অনুসারে ‘স্টুপিড’ একটি ‘অসংসদীয় শব্দ’। তাই এই শব্দ কার্যবিবরণী থেকে বাদ দিতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বিরোধীদের দাবি বিবেচনা করে দেখার আশ্বাস দেন স্পিকার। এরপর লোকসভার কার্যবিবরণী থেকে সেই শব্দ বাদ দেওয়ার নির্দেশ দেন তিনি।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর

X