ভোটের মধ্যেই ধর্নায় অভিজিৎ! ’৩০ মিনিটের মধ্যে…’, এবার চরম হুঁশিয়ারি BJP প্রার্থীর

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ শনিবার রাজ্যে ষষ্ট দফার ভোট হচ্ছে। আজ পূর্ব মেদিনীপুরের দু’টি কেন্দ্র সহ বাংলার একাধিক হাইভোল্টেজ আসনে নির্বাচন রয়েছে। ‘অধিকারী গড়’ হিসেবে খ্যাত কাঁথি এবং তমলুকেও ভোটগ্রহণ চলছে আজ। সকাল থেকে নানান বুথে ছুটে বেড়াচ্ছেন তমলুকের পদ্ম প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। যেখানেই অশান্তিরর খবর পাচ্ছেন সেখানেই ছুটে যাচ্ছেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি। এসবের মাঝেই আজ বিকেলের দিক করে আবার ধর্নায় বসেছেন তিনি।

আসলে শনিবার সকালে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে যান ময়নার বৃন্দাবনচক নিবাসী বিজেপি (BJP) কনভেনার গৌতম গুরু। অভিযোগ, তৃণমূলের তরফ থেকে তাঁকে খুনের হুমকি দেওয়া হয়েছিল। এরপর থেকে বাড়িছাড়া তিনি। গ্রামবাসীদের কথায়, শুক্রবা বিজেপির একটি কর্মসূচি থেকে বাড়ি ফিরছিলেন গৌতম। বাড়ি ফেরার পথে তৃণমূল (TMC) আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে প্রাণে মারার হুমকি দেয়।

শনিবার সকালে অবশ্য ভোট দিতে গিয়েছিলেন গৌতম। তাঁর শ্যালক তাঁকে বাড়ির মোড়ে পৌঁছে দেন। কিন্তু এরপর থেকেই খোঁজ নেই ওই বিজেপি নেতার। গৌতমের পরিবারে অভিযোগ, দুপুর ১টা থেকে তাঁদের বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। সেই খবর কানে আসতেই গৌতমের বাড়িতে ছুটে যান তমলুকের (Tamluk) বিজেপি প্রার্থী অভিজিৎ।

আরও পড়ুনঃ নিয়োগ দুর্নীতির জেরে অন্ধকারে ভবিষ্যৎ! এবার বিরাট পদক্ষেপ চাকরিপ্রার্থীদের, শোরগোল শুরু

পুলিশের ওসির সঙ্গে কথা বলেন পদ্ম প্রার্থী। কেন গৌতমের বাড়ি ঘিরে রাখা হয়েছে? মহিলা পুলিশ কেন সঙ্গে আনা হয়েছে? এমন নানান প্রশ্ন করেন হাই কোর্টের প্রাক্তন বিচারপতি। পুলিশের তরফ থেকে উত্তরে বলা হয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিখোঁজ ব্যক্তির পরুবারের সদস্যদের কয়েকটি প্রশ্ন জিজ্ঞেস করতে বলেছে। তবে গৌতমের পরিবার কোনও রকম সহায়তা করছে না।

Abhijit Gangopadhyay

এদিকে বিজেপি নেতার পরিবারের অভিযোগ, সার্চ ওয়ারেন্ট ছাড়াই বাড়িতে তল্লাশি চালাতে চাইছে পুলিশ। এরপর অভিজিৎ পুলিশকে পরে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করার পরামর্শ দেন। তবে পুলিশ আধিকারিকরা নিজেদের সিদ্ধান্তে অনড় তাকেন। এরপরেই গৌতমের বাড়ির সঙ্গে লাগোয়া মন্দিরে ধর্নায় বসেন বিজেপি প্রার্থী। পুলিশকে কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেন, ৩০ মিনটের মধ্যে তাঁরা যদি বাড়ি না ছাড়েন তাহলে কমিশনের কাছে পুলিশের ‘অতিসক্রিয়তা’ নিয়ে অভিযোগ জানাবেন তিনি।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর

X