হেরে গেল ‘ছোকরা’ দেবাংশু, তমলুক থেকে জয়ী BJP প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়

বাংলা হান্ট ডেস্কঃ সকাল থেকে কখনও এগিয়ে যাচ্ছে তৃণমূল কখনও এগিয়ে যাচ্ছে বিজেপি। অবশেষে শাসকদলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে (Debangshu Bhattacharya) হারিয়ে জয়ী হলেন তমলুকের বিজেপি প্রার্থী অবসরপ্রাপ্ত প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। ২০২৪ লোকসভা নির্বাচনের ঠিক আগে বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়ে জনতার দরবারে হাজির হয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বঙ্গে বিজেপি ভালো ফল না করলেও
‘অধিকারী গড়’ হিসেবে খ্যাত তমলুকে (Tamluk) গেরুয়া শিবিরকে জয় এনে দিয়েছেন প্রাক্তন বিচারপতি।

প্রতিদ্বন্দ্বি দেবাংশু ভট্টাচার্যকে ‘ডেপো ছোকরা’ বলে কটাক্ষ করেছিলেন অভিজিৎ। পাল্টা বিজেপি প্রার্থীকে ‘দাদু’ বলেছিলেন দেবাংশু। সেই দাদুর কাছেই হারতে হল ‘নাতি’ দেবাংশুকে। শুভেন্দুর জমিতে ফের জয় বিজেপির। রাজ্যে ভালো গোল করেও ‘অধিকারী গড়’এ পরাজিত রাজ্যের শাসকদল।

এদিন ভোট গণনার শুরুতে দেবাংশুকে টেক্কা দিয়ে এগিয়ে গিয়েছিলেন অভিজিৎ। পরে আবার প্রাক্তন বিচারপতিকে পিছনে ফেলে দিয়েছিলেন তৃণমূল প্রার্থী। সর্বশেষ কয়েক হাজার ভোটে তমলুকে এগিয়ে ছিলেন অভিজিৎ। তুমুল হাড্ডাহাড্ডি লড়াই শেষে দেবাংশুকে পরাজিত করে অবশেষে জয়লাভ করলেন প্রাক্তন বিচারপতি।

Abhijit Gangopadhyay Debangshu Bhattacharya Sayan Banerjee

আরও পড়ুন: সর্বকালীন রেকর্ড! ৭ লক্ষেরও বেশি ভোটে এগিয়ে গোটা দেশের ফার্স্ট বয় তৃণমূলের অভিষেক

তৃণমূলকে হারিয়ে তমলুক লোকসভা কেন্দ্র থেকে ৩৯ হাজারেরও বেশি ভোটে জয়ী হলেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একসময় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক ঐতিহাসিক রায় দিয়েছেন। আর এবার জনতার রায়ে জয়ী হলেন তিনি। উল্লেখ্য এখনও পর্যন্ত বাংলায় ২৯ কেন্দ্রে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। ১২ টি কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপি। একটি আসনে এগিয়ে কংগ্রেস। বাম শুন্য।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর